শিরোনাম
◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ ◈ আইসিজেতে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের দাবি নাকচ বাংলাদেশের ◈ বিসিবির আপিল বাতিল, কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন জয় শাহ ◈ পোস্টাল ব্যালট সংরক্ষণে নির্দেশনা জারি ইসির ◈ চট্টগ্রাম রয়্যালস‌কে হা‌রি‌য়ে বি‌পিএ‌লে নতুন চ্যাম্পিয়ন রাজশাহী   

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৮:১৮ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের সাবেক ক্রিকেটার আকিব জাভেদ বললেন, ম্যাচ ফিক্সিংয়ে রাজি না হওয়ায় ক্যারিয়ার শেষ হয়ে যায়

স্পোর্টস ডেস্ক : [২] পাক ক্রিকেটে গড়াপেটা নিয়ে বিতর্ক বারেবারেই উঠেছে। এবার রীতিমতো বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন পাক ফাস্ট বোলার আকিব জাভেদ। তার দাবি, ম্যাচ গড়াপেটার প্রস্তাব খারিজ করাতেই তার ক্যারিয়ার খতম হয়ে যায়। আকিবের অভিযোগ, প্রাক্তন ক্রিকেটার সেলিম পারভেজ পাক দলের ক্রিকেটারদের বুকিদের সঙ্গে আলাপ করিয়ে দিতেন। ম্যাচ ছাড়তে বুকিরা ক্রিকেটারদের অর্থ দিত।

[৩] আকিব বলেছেন, তার কাছেও একইভাবে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁর কেরিয়ার খতম হয়ে যায়। উল্লেখ্য, ১৯৯৮-এ মাত্র ২৫ বছর বয়সে আকিবের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে যায়।

[৪] একটি পাক সংবাদ চ্যানেলকে আকিব বলেছেন, ‘ম্যাচ ফিক্সিংয়ের জন্য ক্রিকেটারদের লক্ষ লক্ষ টাকা ও দামী গাড়ি দেওয়া হত। আমাকেও ম্যাচ ফিক্স করতে বলা হয়েছিল। সেইসঙ্গে বলা হয়েছিল, এই প্রস্তাব না মানলে ক্যারিয়ার খতম হয়ে যাবে। সেলিম পারভেজ নামে প্রাক্তন ক্রিকেটারের মাধ্যমে ক্রিকেটারদের কাছে ফিক্সিংয়ের প্রস্তাব আসত। - ঢাকাটাইমস/ ক্রিকইনফো

[৫] সেলিম পারভেজ তার একমাত্র আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলেছিলেন ১৯৮০-তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তিনি ২০১৩-তে মারা গিয়েছেন। ১৯৯৮-এর কাইয়ুম রিপোর্ট অনুযায়ী, সেলিম পারভেজ সেলিম মালিক ও মুস্তাক আহমেদকে অর্থের প্রস্তাব দেওয়ার কথা স্বীকার করেছিলেন। ১৯৯৮-এ ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি ঘিরে তোলপাড় হয়েছিল পাক ক্রিকেট। ওই সময় আকিবের অন্যতম সঙ্গী আমির সোহেলও অভিযোগ করেছিলেন যে, ইনজামাম উল হক ও ওয়াকার ইউনিসকে অর্থ দেওয়ার কথা তাঁকে বলেছিলেন সেলিম পারভেজ। রিপোর্টে এই প্রসঙ্গও ছিল।

[৬] আকিব আরও বলেছেন, ফিক্সিংয়ের কথা জানতে পারার পর আমি কঠোর অবস্থান নিয়েছিলাম এবং সেই অবস্থানেই অনড় ছিলাম। এরফলে আমার ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল। এতে আমার কোনও আফসোস নেই। কারণ, আমি মূল্যবোধে বিশ্বাস করি। - ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়