শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৩:০৯ রাত
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পশ্চিম তীর দখল করতে যাচ্ছে ইসরায়েল, মৃত সাগরসহ অনেক স্থানে যেতে না পারার শঙ্কায় ফিলিস্তিনিরা

ইসমাঈল আযহার: [২] দখলদার ইসরায়েল নানা বিরোধিতা ও সমালোচনার পরও পশ্চিম তীরে ফিলিস্তিন অধ্যুষিত এলাকা দখল করতে যাচ্ছে। এই পদক্ষেপ তীব্র প্রভাব ফেলবে ফিলিস্তিনিদের ওপর। দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই প্রভাব পড়ার পাশাপাশি পশ্চিম তীরের অনেক স্থানেই যেতে না পারার শঙ্কায় আছেন তারা। তেমনই একটি স্থান মৃত সাগর (ডেড সী)। ফিলিস্তিনিদের শঙ্কা, ইসয়ায়েল ভূমি দখল করে নিলে তারা আর মৃত সাগরের কাছে যেতে পারবেন না। আরাব নিউজ

[৩] আগামী ১ জুলাই পশ্চিম তীর ও জর্ডান ভ্যালির বিভিন্ন স্থান নিজেদের আয়ত্তে নেয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জর্ডান ভ্যালির কাছেই মৃত সাগর অবস্থিত। ধারণা করে হচ্ছে, সেখানে সীমানা নির্মাণ করবে ইসরায়েল। যার কারণে ফিলিস্তিনিরা সেখানে যেতে পারবে না।

[৪] মৃত সাগর পশ্চিম তীরের অধিবাসীদের আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র। এর পানিতে কেউ ডুবে যায় না। সবাই ভেসে থাকে। সেইসঙ্গে তীরবর্তী কাদা ত্বকের জন্য বেশ উপকারী। শত শত বছর ধরে এই স্থান ফিলিস্তিনের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে আছে।

[৫] সেখানকার এক রিসোর্টের নিরাপত্তা কর্মী মুসা ফারাহ। তিনি বলেন, এই স্থান ফিলিস্তিনিদের জন্য একটি আশির্বাদ। যদি ইসরায়েলিরা সব দখল করে নেয় তাহলে এখানে তাদের আর আসা হবে না। তাদের আসতে অনুমতি লাগবে।

[৬] মৃত সাগরের আশপাশে থাকা ইসরায়েলি মালিকানাধীন রিসোর্টগুলো ইতোমধ্যে দখল পরিকল্পনার সঙ্গে নিজেদের সকল সুযোগ-সুবিধার ব্যবস্থা করে নিচ্ছে। তবে বিপদে পড়েছে ফিলিস্তিন মালিকানাধীন রিসোর্টগুলো।

[৭] সেখানকার বিয়ানকিনি ভিলেজ রিসোর্টের মালিক ফিলিস্তিন নাগরিক ডিনা দাগান। তিনি বলেন, আমার ব্যবসার খুব বেশি ক্ষতি হবে। ইসরায়েলি সরকারের জানা উচিৎ ছিলো যে, এখানে ঘুরতে আসা ফিলিস্তিনিদের ওপর নির্ভর করেই আমার ব্যবসা চলে। দখল হয়ে গেলে পর্যটকরা আমার এখানে আসবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়