শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০৪:২৫ সকাল
আপডেট : ২২ জুন, ২০২০, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এ সময় মেদ কমিয়ে ফেলুন

ডা. এমএন ইসলাম : অতিরিক্ত মেদ বা স্থূল স্বাস্থ্য অনেকের কাছেই অস্বস্তিকর। বিভিন্ন রোগেরও কারণ অতিরিক্ত মেদ। তরুণ-তরুণী বা যুবক-যুবতীরা যদি অসময়ে এ সমস্যায় আক্রান্ত হয়, তা হলে তার এবং বাবা-মায়ের ভাবনার অন্ত থাকে না। কিছু কিছু রোগ আছে, যেগুলোয় মোটা হওয়ার পাশাপাশি ত্বক কালো হওয়ার আশঙ্কা থাকে।

Acanthosis nigricans associated with obesity অর্থাৎ মোটা হওয়ার পাশাপাশি ত্বকের ভাঁজ, যেমন- ঘাড়ের পার্শ্ববর্তী স্থান, বগল ইত্যাদি অঙ্গ কালো হয়ে যায়। বিভিন্ন কারণেই এমন হতে পারে। তবে দেহে অতিরিক্ত মেদ জমার কারণ চর্বি। মূল খাদ্য শর্করা, আমিষ ও চর্বির মধ্য থেকেই দেহে প্রথমে এ চর্বি জমে এবং সবশেষে ভাঙে। কাজেই খাবারের ব্যাপারে সতর্ক হওয়া সবার প্রয়োজন।

পাশাপাশি খাদ্য থেকে আসা মোট ক্যালরির এক তৃতীয়াংশের বেশি যেন কোনো অবস্থায় চর্বি থেকে না আসে, সেদিকে খেয়াল রাখতে হবে। অনেক ওষুধ আছে, যেগুলোয় orlistat উপাাদান থাকে। এগুলো চর্বি পরিপাক ও শোষণে বাধা দেয় এবং পরিপাকতন্ত্রে সক্রিয় থাকে। এতে মাংস নয়, চর্বি কমিয়েই শরীরে ওজন কমাতে সক্ষম।

তবে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা ভালো। মনে রাখতে হবে, দৈহিক শ্রম, বিশেষ করে ব্যায়াম ওজন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। হোমিও ওষুধ সেবন করে রক্তের মোট cholesterol ছাড়াও রক্তের ট্রাইগ্লিসারাইড, diabetics কমানো যায়। এ ক্ষেত্রে অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

লেখক : হোমিও চিকিৎসক

  • সর্বশেষ
  • জনপ্রিয়