শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ১০:০৩ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২০, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইনজুরির কাছে পরাস্ত এক কিউ ‘কিংবদন্তী’

স্পোর্টস ডেস্ক: [২] শেন এডওয়ার্ড বন্ড। ক্রিকেট প্রেমীদের কাছে শেন বন্ড নামেই পরিচিত। নিউজিল্যান্ডের ক্রাইশ্চার্চে জন্মগ্রহণ করা এই ক্রিকেটারকে তার বল মোকাবেলা করা ব্যাটসম্যানরা কখনোই ভুলবেনা। বেশীরভাগ ব্যাটসম্যানের কাছে শেন বন্ড একজন ঘাতক।

[২] বিশেষ করে যাদের তিনি অগ্নিগোলক বাউন্সার, ঝড় তুলা গতি, স্টাম্পের সাথে ধুলো উড়ানো ইয়র্কার দ্বারা নাকানিচুবানি খাইয়েছেন। তিনি ভুলার নয় কারণ তিনি যে দূরন্ত কামান।

[৩] অথচ ঘাতক ইনজুরি সহজেই থাকে পরাস্ত করেছে। ইতিহাসের সেরা একজন বোলার হতে পারতেন কিন্ত বারবার এসেছে ইনজুরি অভিশাপ রূপে। তবুও যথটা খেলেছেন নিজের সর্বস্ব দিয়ে খেলেছেন। নিউজিল্যান্ডের হয়ে ১২০ টি আন্তর্জাতিক ম্যাচ খেলে অবিশ্বাস্যভাবে ৪৮২ উইকেট শিকার করেছেন।

[৪] কিউ এই ‘কিংবদন্তী’ টেস্টে ক্রিকেটে ৫ উইকেট শিকার করেছেন পাঁচবার এবং একটি ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন। ওয়ানডে ক্রিকেটে ৫ উইকেট শিকার করেছেন ৪ বার। এক দিবসীয় ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিং করে ১৯ রান দিয়ে ৫ উইকেট শিকারে।

[৫] সেদিন গতির ঝর তুলেছিলেন, ইয়র্কার দ্বারা স্টাম্প উপড়ে ফেলেছিলেন।বাউন্সার দ্বারা ব্যাটসম্যানের গাঁ হিম করে দিয়েছিলেন।এ সব কিছুর দূর্দান্ত কম্বিনেশানে তৈরি হয় একজন শেন বন্ড।

[৬] এই গতিদানব মাঠ ছাড়লেও রয়েছেন এখনো মাঠে। তবে খেলোয়ারের ভুমিকায় নয় খেলোয়ারের দিকনির্দেশক, পরামর্শকের ভুমিকায়। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ এই কিংবদন্তি ক্রিকেটারের ৪৫তম জন্মদিন। ১৯৭৫ সালে নিউজিল্যান্ডের ক্রাইশ্চার্চে জন্মগ্রহণ করেছিলেন শেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়