শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ১০:০৩ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২০, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইনজুরির কাছে পরাস্ত এক কিউ ‘কিংবদন্তী’

স্পোর্টস ডেস্ক: [২] শেন এডওয়ার্ড বন্ড। ক্রিকেট প্রেমীদের কাছে শেন বন্ড নামেই পরিচিত। নিউজিল্যান্ডের ক্রাইশ্চার্চে জন্মগ্রহণ করা এই ক্রিকেটারকে তার বল মোকাবেলা করা ব্যাটসম্যানরা কখনোই ভুলবেনা। বেশীরভাগ ব্যাটসম্যানের কাছে শেন বন্ড একজন ঘাতক।

[২] বিশেষ করে যাদের তিনি অগ্নিগোলক বাউন্সার, ঝড় তুলা গতি, স্টাম্পের সাথে ধুলো উড়ানো ইয়র্কার দ্বারা নাকানিচুবানি খাইয়েছেন। তিনি ভুলার নয় কারণ তিনি যে দূরন্ত কামান।

[৩] অথচ ঘাতক ইনজুরি সহজেই থাকে পরাস্ত করেছে। ইতিহাসের সেরা একজন বোলার হতে পারতেন কিন্ত বারবার এসেছে ইনজুরি অভিশাপ রূপে। তবুও যথটা খেলেছেন নিজের সর্বস্ব দিয়ে খেলেছেন। নিউজিল্যান্ডের হয়ে ১২০ টি আন্তর্জাতিক ম্যাচ খেলে অবিশ্বাস্যভাবে ৪৮২ উইকেট শিকার করেছেন।

[৪] কিউ এই ‘কিংবদন্তী’ টেস্টে ক্রিকেটে ৫ উইকেট শিকার করেছেন পাঁচবার এবং একটি ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন। ওয়ানডে ক্রিকেটে ৫ উইকেট শিকার করেছেন ৪ বার। এক দিবসীয় ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিং করে ১৯ রান দিয়ে ৫ উইকেট শিকারে।

[৫] সেদিন গতির ঝর তুলেছিলেন, ইয়র্কার দ্বারা স্টাম্প উপড়ে ফেলেছিলেন।বাউন্সার দ্বারা ব্যাটসম্যানের গাঁ হিম করে দিয়েছিলেন।এ সব কিছুর দূর্দান্ত কম্বিনেশানে তৈরি হয় একজন শেন বন্ড।

[৬] এই গতিদানব মাঠ ছাড়লেও রয়েছেন এখনো মাঠে। তবে খেলোয়ারের ভুমিকায় নয় খেলোয়ারের দিকনির্দেশক, পরামর্শকের ভুমিকায়। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ এই কিংবদন্তি ক্রিকেটারের ৪৫তম জন্মদিন। ১৯৭৫ সালে নিউজিল্যান্ডের ক্রাইশ্চার্চে জন্মগ্রহণ করেছিলেন শেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়