শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ২০ জুন, ২০২০, ০৬:৪৪ সকাল
আপডেট : ২০ জুন, ২০২০, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবুধাবি ও আল আইনে​ ডোর টু ডোর পাসপোর্ট সেবা চালু

ওবায়দুল হক, আমিরাত প্রতিনিধি : [২] সংযুক্ত আরব আমিরাত সরকারের​ অনুমােদিত সংগঠন বাংলাদেশ সমিতির কেন্দ্রীয় অফিসের পক্ষ থেকে আবুধাবি এবং আল আইনের আওতায় সকল জোনে সমিতির মনােনীত প্রতিনিধিদের মাধ্যমে বাংলাদেশ দূতাবাসের অনুমােদনে বাংলাদেশিদের পাসপাের্ট নবায়ন, জরুরী অবস্থায় ১ বছরের মেয়াদ বৃদ্ধি ও​ ঘরে ঘরে পাসপোর্ট ডেলিভারি দেয়ার​ সুবিধার চালু করা হয়েছে।​

[৩] বৈশ্বিক মহামারী কোভিড-১৯ বিস্তাররোধে গণ জমায়েত কম করতে সম্প্রতি​ বাংলাদেশ সমিতির কেন্দ্রীয় অফিসের সভাপতি, আবুধাবী এবং আল আইনের বিভিন্ন অঞ্চলের সীমিত আকারের মনােনীত কয়েকজন প্রতিনিধি ও বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মিজানুর রহমান, দূতালয় প্রধান মোহাম্মদ জোবায়েদ হোসেন, দূতাবাসের​ পাসপোর্ট সেকশান প্রধান মোহাম্মদ রিয়াজুল হকের​ উপস্থিতিতে মনােনীত প্রতিনিধিগনকে পাসপাের্ট সংক্রান্ত সেবা প্রদানের নিয়মাবলী বুঝিয়ে দেয়া হয়।​

[৪] প্রাথমিকভাবে সমিতির নির্ধারিত প্রতিনিধিগনকে পাসপাের্ট নবায়ন কাজের দায়িত্ব দেয়া হয় এবং পরবর্তীতে প্রয়ােজন অনুসারে আরও প্রতিনিধি বৃদ্ধি করা হবে।​

[৫] বর্তমান তালিকাভুক্ত মনােনীত প্রতিনিধিগনের মাধ্যমে ঘরে বসে একটি ফোন কলের মাধ্যমে পাসপাের্ট নবায়ন সংক্রান্ত সব ধরণের সেবা গ্রহণ করার জন্য যােগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন।

[৬] বাংলাদেশ সমিতির পাসপোর্ট সেবাঃ রিনিউ/রিইস্যু/ডেলিভারীর জন্য যোগাযোগ করার জন্য
আবুধাবী- 0505531606, 0559667216, মোচ্ছাফ্ফা -0562986123, বানিয়াছ- 0507523268, শাহামা -0566716564, বানিয়াছ লেবার ক্যাম্প- 0565836234, আল আইন- 052 222 6611, 050 779 5276,আবুধাবির পশ্চিম অঞ্চল-​ 055 771 7202। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়