শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ০৬:৩০ সকাল
আপডেট : ১৬ জুন, ২০২০, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পারিবারিক নৈতিকতা নষ্টের অভিযোগে মিশরে ৫ মেয়ের বিরুদ্ধে মামলা

দেবদুলাল মুন্না:[২] তাদের বিরুদ্ধে অভিযোগ তারা টিকটক ভিডিওতে অশ্লীর দেহভঙ্গি প্রদর্শন করেছেন। এদের নাম হচ্ছে, হানীন হোসাম, মাওদা এলাদম, মেনা আবদেল-আজিজ । বাকি দুজনের নাম প্রকাশ করেনি। রয়টার্স ও আরব নিউজ

[৩] এর মধ্যে দুজনে গত সোমবার প্রথম শুনানিতে হাজির হন। হানীন হোসাম ও মাওদা এলাদম নামের ওই দুই তরুণীর বিরুদ্ধে সামাজিক অবক্ষয়সহ মোট ৯টি অভিযোগ আনা হয়েছে।

[৪]৩০ লাখের বেশি ফলোয়ার থাকা মাওদা এলাদম শুনানিতে বলেন, ‘শাস্তি পাওয়ার মতো আমি কিছুই করিনি। মিশরের সবাই টিকটকে এমন ভিডিও পোস্ট করে।’

[৫] দুজনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ দুই বছরের জেল হতে পারে।

[৬]এছাড়া দুজনের বিরুদ্ধে দেহব্যবসার মতো অভিযোগও আনা হয়েছে। এই অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছর জেল হতে পারে তাদের।

[৭]মেনা আবদেল-আজিজকে আটকও করা হয়েছে। ১৭ বছর বয়সী এই তরুণী এখন পুনর্বাসন কেন্দ্রে আছেন।

[৮]মিশরে ভিডিও বানানোর অ্যাপ টিকটক বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু সেখানকার বেশ কিছু ব্যবহারকারী যে ধরনের পোশাক পরে ভিডিও করেন তা দেশটির আইনে নিষিদ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়