শিরোনাম
◈ নির্বাচন ঘনিয়ে আসছে, তফসিল ঘোষণার আগে দেশে রাজনৈতিক অস্থিরতা ◈ ব্যাংক খাতে কোটিপতি হিসাব বৃদ্ধি; তিন মাসে যুক্ত হলো আরও ৭৩৪টি হিসাব ◈ বাংলাদেশকে ২০২৯ পর্যন্ত যুক্তরাজ্যের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা অব্যাহত: ব্রিটিশ হাইকমিশনার ◈ নতুন এমপিও নীতিমালা প্রকাশ, এল বড় পরিবর্তন ◈ খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার প্রয়োজন নাও হতে পারে, জানিয়েছেন মেডিকেল বোর্ডের এক চিকিৎসক ◈ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে : প্রধান উপদেষ্টা ◈ ধর্ম অবমাননার অভিযোগের শিশির মনিরের বিরুদ্ধে মামলা ◈ সোমবার থেকে ভোজ্যতেলের নতুন দাম: লিটারে কত বাড়ল? ◈ একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি ◈ ভারতীয় সীমান্তে চীনা ‘গোয়েন্দা রোবট’ মোতায়েনের জল্পনা, ভাইরাল ভিডিওতে সতর্ক ভারত

প্রকাশিত : ১৪ জুন, ২০২০, ০৮:৫০ সকাল
আপডেট : ১৪ জুন, ২০২০, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সামরিক বাহিনী ব্যবহার করে দ: কোরিয়ার বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেবে উ: কোরিয়া ; হুমকি কিমের বোনের

আন্তর্জাতিক ডেস্ক : [২] সিউলকে দেওয়া সর্বশেষ হুমকিতে উত্তর কোরিয়া শীর্ষ নেতা কিম জং উনের ক্ষমতাশালী বোন কিম ইয়ো জং বলেছেন, ‘আমি মনে করি দক্ষিণ কোরিয়ান কর্তৃপক্ষের সঙ্গে সবকিছু থেকে বিরত থাকার এখনই সঠিক সময়। আমরা শিগগিরই পরবর্তী ব্যবস্থা নেবো।

[৩] উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, প্রায় সময় সীমান্ত দিয়ে উত্তর কোরিয়ার অভ্যন্তরে পিয়ংইয়ং বিরোধী লিফলেট ভর্তি বেলুন উড়িয়ে দেয় দেশত্যাগী কোরিয়ানরা। এই দেশবিরোধী কাজ বন্ধে সিউলকে ব্যবস্থা নিতে বলেছিল পিয়ংইয়ং। কিন্তু তারা ব্যর্থ হওয়ায় গত সপ্তাহ থেকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে উত্তর কোরিয়া।

[৪] ভাই কিমের গুরুত্বপূর্ণ উপদেষ্টা ইয়ো জং বলেছেন, ‘শীর্ষ নেতা, আমাদের দল ও রাষ্ট্র প্রদত্ত শক্তিবলে আমি শত্রুর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নিতে সশস্ত্র বিভাগকে নির্দেশ দিয়েছিলাম।’ তিনি আরও বলেন ‘শত্রুর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়ার ক্ষমতা দেয়া হয়েছে আমাদের সেনাবাহিনীর জেনারেল স্টাফকে।’

[৫] কী ধরনের সামরিক পদক্ষেপ নেয়া হবে তা স্পষ্ট করেননি ইয়ো জং। কিন্তু উত্তর কোরিয়ার সীমান্ত শহর কায়েসংয়ে অবস্থিত যৌথ লিয়াজো অফিস ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

[৬] লিফলেট ভর্তি বেলুন পাঠানো বন্ধে ব্যর্থ হওয়ার কথা উল্লেখ করে কিমের বোন বলেছেন, ‘তাদের বুঝিয়ে দেয়া উচিত তারা কী করেছে।’ পিয়ংইয়ং বিরোধী লিফলেট পাঠানোর কারণে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেয় উত্তর কোরিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়