শিরোনাম
◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র ◈ বিএনপি নেতা সাজুকে বহিষ্কার ◈ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: কাছাকাছি মার্কিন ঘাঁটি ও সামরিক শক্তির হিসাব ◈ এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে, বেনাপোল বন্দরে ৫৩ কাটুন আটক ◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের ◈ অবৈধ পথে আসছে বাজারের বেশিরভাগ স্বর্ণ : এনবিআর

প্রকাশিত : ১৪ জুন, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ১৪ জুন, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঈনুল আহসান সাবের : করোনাকাল : কাঁপাকাঁপি ছাড়া আর কোনো উপায় আছে আমাদের?

মঈনুল আহসান সাবের : রোগী নিয়ে এক হাসপাতালে। হাসপাতালের সামনে পৌঁছাতেই টের পেলাম হাসপাতাল কাঁপছে। অনেকটা ভূমিকম্পের মতো। তবে তখন রোগী ভর্তি নিয়ে কথা। জানালাম, করোনা না, অন্যকিছু। দেখুন। পরীক্ষা করে তারা জানালেন, ভর্তি করে নিতে পারলে খুব ভালো হতো। কিন্তু স্যার আমাদের এখানে একটি সিটও খালি নেই। বিশ্বাস না হলে আপনি নিজে দেখুন। দেখার প্রয়োজন বোধ করলাম না।

 

রোগী নিয়ে অন্য হাসপাতালে যাব বলে বের হলাম। এতোক্ষণ টের না পেলেও বের হওয়ার সময় মনে হলো হাসপাতাল কাঁপছে। দ্বিতীয় হাসপাতালেও একই অবস্থা। হাসপাতাল কাঁপছে। আর, সিট নেই।
এভাবে কয়েকটা হাসপাতাল দেখা হলো। প্রতি হাসপাতালই কাঁপছে। কিন্তু সিট দিতে পারছে না। আমি কয়েকটির ভেতরে ঢুকে দেখলাম। সত্যিই ঠাসা অবস্থা, সিট দেওয়ার উপায় নেই। রোগী বেশি হলে সিট দেওয়া সম্ভব না, সে বোঝাই যায়। কিন্তু হাসপাতালগুলো এমন কাঁপছে কেন।

 

শেষে একটা হাসপাতালকে আমি জিজ্ঞেস করেই বসলাম, ভাই, সমস্যা কী আপনাদের। হাসপাতাল কাঁপতে কাঁপতে উত্তর দিল, হাছান মাহমুদ স্যার বলেছেন, রোগী ফিরিয়ে দিলে আমাদের লাইসেন্স বাতিল করা হবে। কতোজন মিথ্যা খবর প্রচার করতে পারে যে, সিট ছিলো, কিন্তু...। কাঁপাকাঁপি ছাড়া আর কোনো উপায় আছে আমাদের?

  • সর্বশেষ
  • জনপ্রিয়