শিরোনাম
◈ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচা‌দো নি‌জের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন ◈ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা ◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব

প্রকাশিত : ১৪ জুন, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ১৪ জুন, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঈনুল আহসান সাবের : করোনাকাল : কাঁপাকাঁপি ছাড়া আর কোনো উপায় আছে আমাদের?

মঈনুল আহসান সাবের : রোগী নিয়ে এক হাসপাতালে। হাসপাতালের সামনে পৌঁছাতেই টের পেলাম হাসপাতাল কাঁপছে। অনেকটা ভূমিকম্পের মতো। তবে তখন রোগী ভর্তি নিয়ে কথা। জানালাম, করোনা না, অন্যকিছু। দেখুন। পরীক্ষা করে তারা জানালেন, ভর্তি করে নিতে পারলে খুব ভালো হতো। কিন্তু স্যার আমাদের এখানে একটি সিটও খালি নেই। বিশ্বাস না হলে আপনি নিজে দেখুন। দেখার প্রয়োজন বোধ করলাম না।

 

রোগী নিয়ে অন্য হাসপাতালে যাব বলে বের হলাম। এতোক্ষণ টের না পেলেও বের হওয়ার সময় মনে হলো হাসপাতাল কাঁপছে। দ্বিতীয় হাসপাতালেও একই অবস্থা। হাসপাতাল কাঁপছে। আর, সিট নেই।
এভাবে কয়েকটা হাসপাতাল দেখা হলো। প্রতি হাসপাতালই কাঁপছে। কিন্তু সিট দিতে পারছে না। আমি কয়েকটির ভেতরে ঢুকে দেখলাম। সত্যিই ঠাসা অবস্থা, সিট দেওয়ার উপায় নেই। রোগী বেশি হলে সিট দেওয়া সম্ভব না, সে বোঝাই যায়। কিন্তু হাসপাতালগুলো এমন কাঁপছে কেন।

 

শেষে একটা হাসপাতালকে আমি জিজ্ঞেস করেই বসলাম, ভাই, সমস্যা কী আপনাদের। হাসপাতাল কাঁপতে কাঁপতে উত্তর দিল, হাছান মাহমুদ স্যার বলেছেন, রোগী ফিরিয়ে দিলে আমাদের লাইসেন্স বাতিল করা হবে। কতোজন মিথ্যা খবর প্রচার করতে পারে যে, সিট ছিলো, কিন্তু...। কাঁপাকাঁপি ছাড়া আর কোনো উপায় আছে আমাদের?

  • সর্বশেষ
  • জনপ্রিয়