শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৪ জুন, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ১৪ জুন, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঈনুল আহসান সাবের : করোনাকাল : কাঁপাকাঁপি ছাড়া আর কোনো উপায় আছে আমাদের?

মঈনুল আহসান সাবের : রোগী নিয়ে এক হাসপাতালে। হাসপাতালের সামনে পৌঁছাতেই টের পেলাম হাসপাতাল কাঁপছে। অনেকটা ভূমিকম্পের মতো। তবে তখন রোগী ভর্তি নিয়ে কথা। জানালাম, করোনা না, অন্যকিছু। দেখুন। পরীক্ষা করে তারা জানালেন, ভর্তি করে নিতে পারলে খুব ভালো হতো। কিন্তু স্যার আমাদের এখানে একটি সিটও খালি নেই। বিশ্বাস না হলে আপনি নিজে দেখুন। দেখার প্রয়োজন বোধ করলাম না।

 

রোগী নিয়ে অন্য হাসপাতালে যাব বলে বের হলাম। এতোক্ষণ টের না পেলেও বের হওয়ার সময় মনে হলো হাসপাতাল কাঁপছে। দ্বিতীয় হাসপাতালেও একই অবস্থা। হাসপাতাল কাঁপছে। আর, সিট নেই।
এভাবে কয়েকটা হাসপাতাল দেখা হলো। প্রতি হাসপাতালই কাঁপছে। কিন্তু সিট দিতে পারছে না। আমি কয়েকটির ভেতরে ঢুকে দেখলাম। সত্যিই ঠাসা অবস্থা, সিট দেওয়ার উপায় নেই। রোগী বেশি হলে সিট দেওয়া সম্ভব না, সে বোঝাই যায়। কিন্তু হাসপাতালগুলো এমন কাঁপছে কেন।

 

শেষে একটা হাসপাতালকে আমি জিজ্ঞেস করেই বসলাম, ভাই, সমস্যা কী আপনাদের। হাসপাতাল কাঁপতে কাঁপতে উত্তর দিল, হাছান মাহমুদ স্যার বলেছেন, রোগী ফিরিয়ে দিলে আমাদের লাইসেন্স বাতিল করা হবে। কতোজন মিথ্যা খবর প্রচার করতে পারে যে, সিট ছিলো, কিন্তু...। কাঁপাকাঁপি ছাড়া আর কোনো উপায় আছে আমাদের?

  • সর্বশেষ
  • জনপ্রিয়