শিরোনাম
◈ শরিফ ওসমান বিন হাদি হত্যায় জাতিসংঘের উদ্বেগ, দ্রুত তদন্ত ও ন্যায়বিচারের আহ্বান ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি আজকের মতো সমাপ্ত ঘোষণা ◈ শহীদ ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন, বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি ◈ ওসমান হাদির মরদেহ দেখার সুযোগ থাকবে না ◈ কারো নির্দেশনা বা প্ররোচনায় পা দিবেন না: ইনকিলাব মঞ্চ ◈ ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন ◈ কল‌ম্বিয়ায় ফুটবল ম্যাচে ভয়াবহ সহিংসতা, আহত ৫৯ ◈ সন্ত্রাসীর গু‌লি‌তে নিহত ওসমান হাদির জন‌্য বিসিবি-বাফুফের শোক ◈ সিসিইউতে বেগম জিয়া: বিশেষ চিকিৎসা দেওয়া হয়েছে, জানালেন ডা. জাহিদ ◈ দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ, যে নির্দেশনা দিলো ইনকিলাব মঞ্চ

প্রকাশিত : ০৭ জুন, ২০২০, ০৭:০৮ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২০, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ছয় হাজার ছাড়ালো পুলিশে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা

সুজন কৈরী : [২] গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০৭ জন পুলিশ সদস্য সংক্রমিত হয়েছেন। রোববার দুপুর পর্যন্ত পুলিশের ২ হাজার ৭৬৭ জন সদস্য এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন।

[৩] পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, কোভিড-১৯ সংক্রমণের শুরু থেকে জনগণকে সুরক্ষা দেয়াসহ বিভিন্ন সেবা দিতে গিয়ে মরণঘাতী এ ভাইরাসটিতে একক পেশা হিসেবে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছেন পুলিশ সদস্যরা। বিপরীতে আবার সুচিকিৎসা পেয়ে দলে দলে সুস্থও হচ্ছেন। জনগণকে সুরক্ষা দিতে গিয়ে জীবন দিয়েছেন ১৬ জন পুলিশ সদস্য ও একজন দুজন সিভিল কর্মকর্তা যিনি পুলিশে সংযুক্ত ছিলেন।

[৪] সূত্র জানায়, রোববার দুপুর পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৬ হাজার ২০৬জন পুলিশ সদস্য। তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১ হাজার ৮২৮ জন সদস্য রয়েছেন। যাদের অধিকাংশই মাঠপর্যায়ে কাজ করেন। শনিবার পর্যন্ত পুলিশে মোট সংক্রমিত সদস্যের সংখ্যা ছিল ৫ হাজার ৯৯৯।

[৫] রোববার উপসর্গ নিয়ে আইসোলেশনে ২ হাজার ৭ জন ও শনাক্তদের সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে আছেন ৬ হাজার ৪৫১ জন পুলিশ সদস্য।

[৬] পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) সোহেল রানা বলেন, পুলিশ সদস্যদের মধ্যে কোভিড-১৯ এর সংক্রমণ ঝুঁকি কমাতে আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেইসঙ্গে শনাক্ত পুলিশদের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সকল পুলিশ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়