শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ০১ জুন, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশাল মহাশ্মশানে লাশ দাহ করতে বাঁধা

খোকন আহম্মেদ হীরা, বরিশাল : [২] মহাশ্মশানে লাশ দাহ করতে বাঁধা দেয়ার সাড়ে পাঁচঘন্টা পর করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ব্যক্তির সৎকারের অনুমতি দিয়েছে মহাশ্মশান কমিটি। শনিবার রাত এগারোটার দিকে বরিশাল মহাশ্মশানে মৃত ব্যক্তির সৎকার কার্য সম্পন্ন হয়েছে।

[৩] বিষয়টি নিশ্চিত করে বরিশাল নরসুন্দর কল্যান ইউনিয়নের সভাপতি নির্মল চন্দ্র জানান, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট জনিত কারণে নিতাই চন্দ্র শীলের (৫৪) মৃত্যুর পর ধর্মীয় নীতি সেরে শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে বরিশাল মহাশ্মশানে সৎকারের জন্য নেয়ার পর কমিটির লোকজনে বাঁধা প্রদান করেন। পরে শ্মশানের বাহিরে মৃতদেহ ও তার স্বজনদের বের করে দেয় কমিটির সাধারণ সম্পাদক তমাল মালাকার। খবর পেয়ে রাত নয়টার দিকে সাংবাদিকরা ঘটনাস্থলে আসার পর চাঁপে পরে পিছনের গেট থেকে মৃতদেহ নিয়ে সৎকার কার্য শুরু করা হয়।

[৪] বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত নিতাই চন্দ্র শীলের পুত্র নিখিল শীল বরিশাল মহাশ্মশানে মরদেহ সৎকারে বাঁধার অভিযোগ করেছেন শ্মশান কমিটির সাধারণ সম্পাদক তমাল মালাকারের বিরুদ্ধে। তিনি জানান, বৃষ্টির মধ্যে শ্মশান থেকে মরদেহটি তাদের স্বজনসহ বাইরে বের করে দেয় তমাল মালাকার ও তার অনুসারীরা। এমনকি তাদের গালাগালও করা হয়।

[৫] নগরীর চাঁদমারি খেয়াঘাট এলাকায় নিখিল হেয়ার ড্রেসারের মালিক নিতাই চন্দ্র শীল (৫৪) বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার সকালে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

[৬] জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে তিনি স্থানীয় হিন্দু নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন। সমস্যা সমাধানে এগিয়ে আসার আহবান জানালে স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতারা কথা বলেন শ্মশান রক্ষা কমিটির সভপাতি ও সাধারণ সম্পাদকের সাথে। পরে রাতেই মরদেহ শ্মশানের ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়