শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ◈ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আলাল

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ১০:১১ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২০, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ইলেক্ট্রনিক বোমা বানানোর সরঞ্জামাদিসহ জঙ্গি সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী : [২] ওই যুবক হলেন- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য আব্দুল্লাহ আকাশ (২৫)। শনিবার পাবনার বিসিক শিল্প এলাকা সংলগ্ন কলাবাগান মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে ১৫টি সার্কিট, ট্রান্সমিটার, তামার তার, এডপটার, কাটার মেশিনসহ ইমপ্রোভাইজড বোমা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সেইসঙ্গে বিভিন্ন শিরোনামে ১৫ সেট উগ্রবাদী বই, পিডিএফ ডক্যুমেন্টস ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

[৩] র‌্যাব-২ এর কোম্পানীর কমান্ডার এসপি মুহম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, গত ২৯ জানুয়ারি মুন্সিগঞ্জ এলাকা থেকে আনসার আল ইসলামের ৩ সদস্যকে বিস্ফোরক দ্রব্য ও উগ্র জঙ্গিবাদী বইসহ গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় মামলা হয়। মামলার তদন্তকালে জঙ্গি সংগঠনের সদস্য আবু রায়হান লিমন, সাইফুল্লাহ নাঈম, নাবিল চোকদার, শাফাত আহাম্মদ চৌধুরী, সাকিব আল ইমতিহান, মুহিব মুশফিক ও নাজমুস সাদাত ফাহিমদের গ্রেপ্তার করে দফায় দফায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের পলাতক সহযোগীদের নাম-ঠিকানা ও তাদের পরিকল্পনা উদঘাটন করা হয়।

[৪] জানা যায়, গ্রেপ্তারকৃতরা তাদের গ্রুপের সদস্যদের সহযোগীতায় দেশে মুসলিম ভিলেজ নামে একটি গ্রাম থেকে কার্যক্রম শুরুর পরিকল্পনা করছিলো। মুসলিম ভিলেজের কনসেপ্ট হলো- সেখানে আল্লাহর আইন হবে, মনুষ্য কোনো নীতিতে গ্রাম চলবে না, কেউ সরকারকে কোনো খাজনা দিবেনা। তাদের সংগঠনের সদস্যদের ধারণা গ্রাম পর্যায় থেকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করা। পরিকল্পনা অনুযায়ী মুসলিম ভিলেজের প্রতিষ্ঠা করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী অনুমোদন দিবে না, গ্রেপ্তার হতে পারে। এজন্য তারা সশস্ত্র প্রতিরোধের জন্য অস্ত্র, বিস্ফোরক ও ইমপ্রোভাইজড বোমা তৈরির সরঞ্জামাদি সংগ্রহ, তৈরির চেষ্টাসহ নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টায় নিজেদের সক্ষমতা বৃদ্ধি করছে।

[৫] র‌্যাব কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে জঙ্গি সংগঠনের পলাতক সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছিল। এরই প্রেক্ষিতে মুন্সিগঞ্জে দায়ের হওয়া মামলার আসামী আব্দুল্লাহ আকাশকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ৭ দিনের পুলিশি রিমান্ড আবেদন করে মুন্সিগঞ্জে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়