শিরোনাম
◈ পঞ্চম টি-টো‌য়ে‌ন্টি পরিত্যক্ত হওয়ায় অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে সিরিজ জিতলো ভারত   ◈ ভোটের নিরাপত্তা পরিকল্পনা: রেড, ইয়েলো ও গ্রিন জোনে সাজানো হবে দেশ ◈ শিক্ষকদের আন্দোলন যৌক্তিক নয়, ১৩ থেকে ১০ম গ্রেডে আনার যুক্তি নেই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ◈ জামায়াতসহ ৮ দলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ◈ প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা ◈ অর্ধ ট্রিলিয়ন ডলারের মালিক হয়েও যে কারণে সাধারণ জীবনে ইলন মাস্ক, এত সম্পদ দিয়ে কী করেন? ◈ কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান ◈ যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, যাত্রীদের চরম ভোগান্তি ◈ কিছু দল জোরপূর্বক দাবি আদায় করতে চায় : আমীর খসরু ◈ ফ্যাসিবাদী গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে: আইজিপি

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৪:৫৩ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চান্দিনায় নতুন করে ১৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

টি. আর. দিদার : [২] কুমিল্লার চান্দিনা উপজেলায় বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ২৮ মে বৃহস্পতিবার একজন ঔষধ কোম্পানীর প্রতিনিধি সহ চান্দিনায় নতুন করে আরও ১৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। বৃহস্পতিবার দুপুরে আইইডিসিআর থেকে ৫৩ জনের নমনুর রিপোর্ট আসে। এদের মধ্যে ১৭ জনের করোনা ভাইরাস (কোভিড-১৯) পজিটিভি শনাক্ত হয়। এনিয়ে চান্দিনায় মোট ৮৮ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন।

[৩] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, বৃহস্পতিবার শনাক্ত রোগীদের মধ্যে মাধাইয়ায় ৬ জন, ছয়ঘরিয়ায় ৫ জন, লগড্ডায় ১জন, নারাচোঁ ১ জন, সুরিখোলায় ২ জন, ছায়কোটে ১ জন, ঔষুধ কোম্পানির প্রতিনিধি ১ জন রয়েছেন।

[৪] এদিকে করোনায় আক্রান্ত হয়ে চান্দিনা উপজেলা সদরের বিসমিল্লাহ্ হোটেলের মালিক মো. নজরুল ইসলাম (৫৫) ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল ৩টায় মৃত্যু বরণ করেন। তিনি উপজেলা সদরের হারং গ্রামের মরহুম আবদুল খালেক এর ছেলে। এই নিয়ে চান্দিনায় করোনায় ৬ জনের মৃত্যু হয়।

[৫] চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক মিলু জানান, আজ যারা শনাক্ত হয়েছেন তাদের বেশিরভাগই পুরাতন রোগীদের সংস্পর্শে থেকে সংক্রমিত হয়েছেন। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে করোনা ছড়িয়ে পড়েছে। সবাইকে স্বাস্থ্য বিধি কঠোরভাবে মানতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়