শিরোনাম
◈ পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনেই শীর্ষ পদে শিবির প্রার্থীদের জয়ের কারণ কী? ◈ এনআইডি সংশোধন চালু নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ গাজীপুরে ঝুটের আগুন ছড়িয়েছে ১০ গুদামে, ৩ ঘণ্টাতেও আসেনি নিয়ন্ত্রণে (ভিডিও) ◈ আমরা খেলব, কিন্তু ভারতের বাইরে খেলব: পররাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিকিৎসা খরচ কমাতে বড় পদক্ষেপ সরকারের ◈ যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল: চেম্বার আদালতের রায় ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক কি পুনর্গঠন হবে? : ফরেন পলিসির বিশেষ প্রতিবেদন ◈ ধর্মঘট প্রত্যাহার, এলপি গ্যাস বিক্রি শুরু ◈ 'হাইব্রিড নো ভোটের' মানে কী?

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ১১:৩০ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২০, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনসার বাহিনীর ৩১৬ জন করোনা শনাক্ত, সুস্থ ৭৯ জন

সুজন কৈরী : [২] শনাক্তদের মধ্যে ঢাকায় ২৬৭ জন এবং ঢাকার বাইরে হয়েছেন ৪৯ জন। তাদের মধ্যে একজন একজন উর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন বাহিনীর ১ জন সদস্য।

[৩] বৃহস্পতিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাস্সুম রেবিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছেন বহিনীর ৬ জন। শনাক্তদের মধ্যে একজন বাহিনীর উপ-মহাপরিচালক, ১০২ জন ব্যাটালিয়ন আনসার, ২০৭ জন অঙ্গীভ‚ত আনসার, একজন বিশেষ আনসার, একজন সিগন্যাল অপারেটর, একজন নার্সিং সহকারী, ২ জন মহিলা আনসার এবং একজন ভিডিপি সদস্য।

[৪] শনাক্তদের মধ্যে ৮১ জন ব্যাটালিয়ন আনসার জাতীয় সংসদ ভবনে এবং ১৫৯ জন অঙ্গীভ‚ত সাধারণ আনসার ঢাকা মহানগর পুলিশের সাথে কর্মরত রয়েছেন। বাকিরা সদর দপ্তরসহ বিভিন্ন জেলায় কর্মরত।

[৫] বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা শনাক্তদের মধ্যে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৯ জন। তাদের মধ্যে ১৯ জন ব্যাটালিয়ন আনসার, ৫৬ জন অঙ্গীভ‚ত সাধারণ আনসার, একজন নার্সিং সহকারী, একজন সিগন্যাল অপারেটর, একজন ভিডিপি সদস্য এবং একজন মহিলা আনসার রয়েছেন।

[৬] তারা করোনাযুদ্ধে জয়ী হয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করে আবারও দায়িত্ব ও সেবামূলক কাজ করছেন।

[৭] করোনা শনাক্তদের মধ্যে ১৩ জন হোম কোয়ারেন্টাইনে, প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে আছেন ৫১২ জন। এছাড়া ঢামেক, কুর্মিটোলা, কুয়েত মৈত্রী, মুগদা জেনারেল, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে বাহিনীর ১৭১ জন সদস্য চিকিৎসাধীন রয়েছেন।

[৮] আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদের নানা উদ্যোগের ফলে করোনা শনাক্তরা আনসার সদস্যরা দ্রুত সুস্থ হয়ে কর্মস্থলে ফিরছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়