আসিফুজ্জামান পৃথিল : [২] এই পদ্ধতিতে জীবন বাঁচানো সম্ভব হলেও রোগীন সংখ্যা বেড়ে যাওয়ায় কমে যাবে কর্মঘণ্টা। এই কথা জানিয়েছে জেনেভা ভিত্তিক জাতিসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অরগানাইজেশন-আইএলও। দ্য গার্ডিয়ান, সান
[৩] যুক্তরাজ্য এই পদ।ধতি শুরু করতে যাবার একদিন আগে এই শঙ্কার কথা জানালো আইএলও। ফলে অর্থনীতিতে বড় ধরণের প্রভাব পড়বে নিশ্চিতভাবেই। কারণ করোনাভাইরাসের উপস্থিতি পেলে কর্মীদের ২১ দিনের ছুটি দিতে বাধ্য যে কোনও প্রতিষ্ঠান।
[৪] তবে আইএলও বলছে, শ্রমিকদের সুরক্ষায় এই পদ্ধতি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। প্রাথমিকভাবে এই পদ্ধতি ক্ষতিকর বলে মনে হলেও বাস্তবে শ্রম সুরক্ষায় এটিই সর্বোচ্চ কার্যকর।