শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ১১:১৩ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২০, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘরবন্দি ঈদ, উজ্জ্বলা ছড়াচ্ছে প্রকৃতি-বাড়ছে দুর্বা

সাজিয়া আক্তার : [২] উৎসবের আড়ম্বরে নয়, কোনো আনুষ্ঠানিক আয়োজনে নয়- এ ঈদ বিচ্ছিন্নতার, এ ঈদ ঘরোয়াভাবে উদযাপনের।

[৩] ঈদ এলো এবার সঙ্গ নিরোধ সময়ে। নামাজ আদায় করে একে অপরকে আলিঙ্গন করার যে রেওয়াজ, এবারের ঈদগাহে সেই সুন্দর অনুপস্থিত। প্রতিবেশী, স্বজন আত্মীয়ের বাড়ি গিয়ে মিষ্টিমুখ করা কিংবা ঈদের শুভেচ্ছা বিনিময়ের মুহূর্ত ঢেকে রেখেছে বিষণ্ণতার মেঘ। শতাব্দীর ভয়াবহতম করোনা মহামারি আমাদের শারীরিক দূরত্বে রাখলেও ঘুচিয়ে দেয়নি মনের দূরত্ব।

[৪] বিশেষজ্ঞরা বলছেন, এই বিচ্ছিন্নতা আর একাকিত্বকে নিরবে মেনে চলার মাঝেই নিহীত আগামীর উদযাপনের বীজ। তাই বাইরে নয়, ঘরে বসেই ঈদ উদযাপনের আহ্বান তাদের।

[৫] কবি মাসুদুজ্জামান বলেন, 'এবারকার ঈদ এসেছে একটা ভিন্ন রূপ নিয়ে। করোনায় অসহনীয় দিন যাপন করছি আমরা।'

[৬] ধরে নেয়া হয় প্রতিবছর ঈদে রাজধানী ছেড়ে যান অর্ধেকের বেশি নাগরিক। লঞ্চ, ট্রেন, বাসে থাকে না তিল ধারণের ঠাঁই। এবারো স্বাস্থ্যবিধি ভেঙে কিছু মানুষকে দেখা গেছে ঘরে ফিরতে। তাদের এই ঘরে ফেরা যে বিপজ্জনক, সেই সংকেত বরাবরই দিয়ে গেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

[৭] চিকিৎসক ও কবি ডা. রোমেন রায়হান বলেন, 'কিছুটা ছড়ার ভাষাতেই বলতে হচ্ছে ‘বাঁচাবে না ভেন্টিলেটর অক্সিজেনের নল, ঘরেই থাকো ঘরেই থাকো ডাকুক শপিংমল। নাড়ির টানে বাড়ি ফেরা এবার থাকুক বাদ, তুমি যদি বেঁচে থাকো বাঁচবে তোমার স্বাদ।’ আসুন এই করোনা যুদ্ধে সবাই বেঁচে থাকি।'

[৮] বিচ্ছিন্নতার এই কালে ঘরবন্দি মানুষ। কিন্তু নগরীর প্রাচীনবৃক্ষগুলো ঠাঁয় দাঁড়িয়ে। পৃথিবীর এই বিশ্রামকালে ফুলেরা ফুটেছে আরো উজ্জ্বল হয়ে। দুর্বাঘাসগুলো বেড়ে উঠেছে বেয়াড়াভাবে। সবাই অপেক্ষায়- উচ্ছ্বাসের দিন আসবেই। সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়