শিরোনাম
◈ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র নির্দেশেই বাংলাদেশি সন্দেহে ওপারে পুশব্যাক করা হচ্ছে: মমতা ◈ বিশ্বকাপের আগে বাংলা‌দে‌শের আর কোনো ম্যাচ নেই, সবচেয়ে বেশি ভারতের ◈ বিলিয়ন ডলার ঋণে চা‌পে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ ঢাবি শিক্ষক জামাল উদ্দীনকে হেনস্তা ডাকসু নেতার, ধাওয়া করার ভিডিও ভাইরাল ◈ একাত্তর আমাদের শেকড় এর প্রজন্মকে নিকৃষ্ট বলার দুঃসাহস তারা কীভাবে দেখায়: ফখরুল ◈ টানা লোকসান পেরিয়ে মুনাফায় বাংলাদেশ স্যাটেলাইট-১: অর্ধেক সক্ষমতায়ই আয় বেড়ে স্থিতিশীল হচ্ছে বিএসসিএল ◈ মাহফুজ ও আসিফের বিরুদ্ধে মিছিল, নেতৃত্বে এনসিপি থেকে বহিষ্কৃত মুনতাসির (ভিডিও) ◈ তফসিল ঘোষণার পর ইসির অধীনে যাবে যে সব দায়িত্ব ও ক্ষমতা ◈ যে কারণে এশিয়ার দেশে দেশে ভয়াবহ বন্যা, জানালেন বিজ্ঞানীরা ◈ ‘অপমানিত’ বোধ করছেন বাংলাদেশের রাষ্ট্রপতি, মেয়াদের অর্ধেকেই পদ ছাড়তে চান: রয়টার্সকে প্রেসিডেন্ট সাহাবুদ্দিন

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৯:০৪ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাসে সশস্ত্র বাহিনীর ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৬৪

ডেস্ক  রিপোর্ট : [২] আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদপ্তর থেকে শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

[৩] মৃতদের মধ্যে ৮ জনের বয়স ৬০ বছরের বেশি। ২ জন কর্মরত সেনাসদস্য, যাদের প্রত্যেকেই দীর্ঘদিন থেকে অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। এরমধ্যে সরাসরি সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরাপ্রাপ্ত ১ হাজার ২০ জন, তাদের পরিবারের সদস্য ৯২ জন এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক ও অন্যান্য ২৫২ জন।

[৪] আক্রান্তদের ৯৩৩ জন বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪২১ জন। ভর্তি থাকা বাকি রোগীরা সুস্থ আছেন। মোট ৭ হাজার ৪১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

[৫] আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সশস্ত্র বাহিনীর সদস্য, তাদের পরিবার ও অবসরপ্রাপ্ত সদস্যদের করোনার নমুনা পরীক্ষায় আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথলজিসহ (এএফআইপি)সবগুলো সিএমএইচে ১৩টি ‘আরটি-পিসিআর মেশিন প্রতিনিয়ত কাজ করছে। সকল সিএমএইচে পর্যাপ্ত পার্সোনাল প্রটেকটিভ ইক্যুইমেন্ট (পিপিই), মাস্ক, হ্যান্ড গ্লোভস এবং প্রয়োজনীয় ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম মজুদ রয়েছে।

[৬] সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পর্যন্ত সামরিক বাহিনীর পিসিআর ল্যাবে ৭ হাজার ৪১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে সরাসরি সশস্ত্র বাহিনীর ৪ হাজার ৩৭৫ জন, পরিবারের সদস্য ৭৭৪ জন এবং বেসামরিকসহ অন্যান্য ২ হাজার ২৬১ জন। সেনাবাহিনীর প্রশিক্ষিত চিকিৎসক দ্বারা সরকারের স্বাস্থ্যবিধি মেনে করোনায় আক্রান্তদের সার্বক্ষণিক চিকিৎসা দেয়া হচ্ছে। দ্যা ডেইলি স্টার, যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়