মুসা আহমেদ: [২] রাজধানী বুদাপেস্টে করোনা মোকাবেলায় নেয়া বিধিনিষেধ তুলে নিচ্ছে হাঙ্গেরি। দেশটির সরকারি এ সিদ্ধান্ত কার্যকর হবে সোমবার থেকে। শনিবার এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান। রয়টার্স
[৩] অর্বান বলেন, লকডাউন শিথিল হলেও বাণিজ্যিক প্রতিষ্ঠান ও গণপরিবহনসহ অন্যান্য প্রতিষ্ঠানকে করোনা মোকাবেলায় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দেশের অন্যান্য অঞ্চলে ২ সপ্তাহ আগে লকডাউন শিথিল করা হলেও রাজধানীতে অব্যাহত ছিলো লকডাউন। ফলে রাজধানীসহ সারাদেশে করোনা বিস্তার রোধে সফল হয়েছে সেবাকার্যক্রমে নিয়োজিত সংশ্লিষ্টরা।
[৪] তিনি বলেন, সোমবার থেকে রাজধানীতে রেঁস্তোরাসহ অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো চালু হবে। তবে ৬৫ বছর বয়সের ঊর্ধ্বে যারা আছেন তাদের জন্য তিনঘণ্টার বিশেষ সময় নীতি কার্যকর হবে। এক্ষেত্রে তারা শুধু প্রয়োজনীয় ও জরুরি পণ্য কিনতে বের হতে পারবে।
[৫] এক ভিডিও বার্তায় অর্বান বলেন, এটা পুরোপুরি স্পষ্ট যে আমরা অন্যান্য অঞ্চলের মত রাজধানীতেও করোনা নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি। এ কারণে লকডাউন শিথিলের দ্বিতীয় ধাপে আমরা রাজধানীকে খুলে দিতে যাচ্ছি।
[৬] এর আগে দুই সপ্তাহ আগে রাজধানীর বাইরে অন্যান্য শহরগুলোতে বিধিনিষেধ তুলে দেন দেশটির প্রধানমন্ত্রী। সীমিত আকারে রেঁস্তোরা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো খুলতে অনুমতি দেয়া হয়।