শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ১২:০৬ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২০, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোমবার থেকে রাজধানীতে লকডাউন শিথিল করছে হাঙ্গেরি

মুসা আহমেদ: [২] রাজধানী বুদাপেস্টে করোনা মোকাবেলায় নেয়া বিধিনিষেধ তুলে নিচ্ছে হাঙ্গেরি। দেশটির সরকারি এ সিদ্ধান্ত কার্যকর হবে সোমবার থেকে। শনিবার এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান। রয়টার্স

[৩] অর্বান বলেন, লকডাউন শিথিল হলেও বাণিজ্যিক প্রতিষ্ঠান ও গণপরিবহনসহ অন্যান্য প্রতিষ্ঠানকে করোনা মোকাবেলায় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দেশের অন্যান্য অঞ্চলে ২ সপ্তাহ আগে লকডাউন শিথিল করা হলেও রাজধানীতে অব্যাহত ছিলো লকডাউন। ফলে রাজধানীসহ সারাদেশে করোনা বিস্তার রোধে সফল হয়েছে সেবাকার্যক্রমে নিয়োজিত সংশ্লিষ্টরা।

[৪] তিনি বলেন, সোমবার থেকে রাজধানীতে রেঁস্তোরাসহ অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো চালু হবে। তবে ৬৫ বছর বয়সের ঊর্ধ্বে যারা আছেন তাদের জন্য তিনঘণ্টার বিশেষ সময় নীতি কার্যকর হবে। এক্ষেত্রে তারা শুধু প্রয়োজনীয় ও জরুরি পণ্য কিনতে বের হতে পারবে।

[৫] এক ভিডিও বার্তায় অর্বান বলেন, এটা পুরোপুরি স্পষ্ট যে আমরা অন্যান্য অঞ্চলের মত রাজধানীতেও করোনা নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি। এ কারণে লকডাউন শিথিলের দ্বিতীয় ধাপে আমরা রাজধানীকে খুলে দিতে যাচ্ছি।

[৬] এর আগে দুই সপ্তাহ আগে রাজধানীর বাইরে অন্যান্য শহরগুলোতে বিধিনিষেধ তুলে দেন দেশটির প্রধানমন্ত্রী। সীমিত আকারে রেঁস্তোরা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো খুলতে অনুমতি দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়