শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ১০:০৮ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২০, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হলেও খাদ্য সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে আমরা প্রস্তত আছি : বাণিজ্যমন্ত্রী

প্রিয়াংকা আচার্য্য : [২] আমাদের এবার চালের বাম্পার ফলন হয়েছে। চাল বাদেও অন্যান্য খাদ্যপণ্য নিয়ে এ মুহূর্তে আমাদের চিন্তিত হওয়ার কোন কারণ নেই। আগামী ৪ মাসের খাদ্যপণ্য আমাদের মজুদ রয়েছে বলে একাত্তর মঞ্চ অনুষ্ঠানে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী।

[৩] ডাল, চিনিসহ আমাদের বেশকিছু খাদ্যশস্য আমদানী করতে হয়। এগুলোর পর্যাপ্ত মজুদ আমাদের আছে। আমাদের সৌভাগ্য এ ব্যাপারে আমরা প্রস্তত ছিলাম। বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে আমরা আগে থেকেই তৈরি হয়ে আছি আমাদের ফুড চেইন ঠিক রাখার জন্য।

[৪] সামনের দিনগুলোতে কি হবে তা দেখে অবস্থা বিবেচনা করে আমরা আমাদের ফুড চেইন সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাবো। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি।

[৫] বর্তমানে আমরা মানুষের কাছে খাদ্য পৌঁছে দেয়ার বিষয়টি নিয়ে বিশেষ পদক্ষেপ নিচ্ছি। এমন পরিস্থিতির জন্য তো আমরা কেউ প্রস্তুত ছিলাম না। তাই দেশের বিভিন্ন স্থান থেকে সড়ক পথে খাদ্য আনার ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনার শিকার হয়েছে। পরে দ্রুতই তা স্বাভাবিক হয়।

[৬] এখন আমরা অভ্যন্তরীন ট্রেনের মাধ্যমেও আরও বেশি করে খাদ্যপণ্য আনা নেয়ার কথা চলছে। ডাক বিভাগও এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে। কিছুদিন আগে আমার ই-কমার্সের সঙ্গেও কথা হয়েছে জনগণের কাছে খাদ্যপণ্য পৌঁছে দেয়ার জন্য। আসলে আমরা সবদিক কাজে লাগিয়েই জনগণকে সেবা দিতে চেষ্টা করছি। সূত্র : একাত্তর টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়