শিরোনাম
◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ১০:০৮ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২০, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হলেও খাদ্য সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে আমরা প্রস্তত আছি : বাণিজ্যমন্ত্রী

প্রিয়াংকা আচার্য্য : [২] আমাদের এবার চালের বাম্পার ফলন হয়েছে। চাল বাদেও অন্যান্য খাদ্যপণ্য নিয়ে এ মুহূর্তে আমাদের চিন্তিত হওয়ার কোন কারণ নেই। আগামী ৪ মাসের খাদ্যপণ্য আমাদের মজুদ রয়েছে বলে একাত্তর মঞ্চ অনুষ্ঠানে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী।

[৩] ডাল, চিনিসহ আমাদের বেশকিছু খাদ্যশস্য আমদানী করতে হয়। এগুলোর পর্যাপ্ত মজুদ আমাদের আছে। আমাদের সৌভাগ্য এ ব্যাপারে আমরা প্রস্তত ছিলাম। বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে আমরা আগে থেকেই তৈরি হয়ে আছি আমাদের ফুড চেইন ঠিক রাখার জন্য।

[৪] সামনের দিনগুলোতে কি হবে তা দেখে অবস্থা বিবেচনা করে আমরা আমাদের ফুড চেইন সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাবো। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি।

[৫] বর্তমানে আমরা মানুষের কাছে খাদ্য পৌঁছে দেয়ার বিষয়টি নিয়ে বিশেষ পদক্ষেপ নিচ্ছি। এমন পরিস্থিতির জন্য তো আমরা কেউ প্রস্তুত ছিলাম না। তাই দেশের বিভিন্ন স্থান থেকে সড়ক পথে খাদ্য আনার ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনার শিকার হয়েছে। পরে দ্রুতই তা স্বাভাবিক হয়।

[৬] এখন আমরা অভ্যন্তরীন ট্রেনের মাধ্যমেও আরও বেশি করে খাদ্যপণ্য আনা নেয়ার কথা চলছে। ডাক বিভাগও এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে। কিছুদিন আগে আমার ই-কমার্সের সঙ্গেও কথা হয়েছে জনগণের কাছে খাদ্যপণ্য পৌঁছে দেয়ার জন্য। আসলে আমরা সবদিক কাজে লাগিয়েই জনগণকে সেবা দিতে চেষ্টা করছি। সূত্র : একাত্তর টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়