শিরোনাম
◈ ষড়যন্ত্রকারীদের হিসাব পাল্টে যাবে যদি বিএনপি রাজপথে নামে: ফখরুলের সতর্কবার্তা ◈ এনসিপির মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার, মুক্তিযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ছাড় ◈ অ-অভিবাসী ৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন ◈ জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ◈ প্রার্থী ঘোষণা করায় চাঙ্গা বিএনপির তৃণমূল ◈ গভর্নর আহসান এইচ মনসুরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিল বিনিয়োগকারী ঐক্য পরিষদ ◈ ৫ দুর্বল ইসলামী ব্যাংক: আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন ◈ জুলাই সনদ ও গণভোটের দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট ◈ এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার ◈ ফের বেড়েছে সোনা-রুপার দাম, দেশে ভরি কত?

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ১৪ মে, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার এ ক্রান্তিকালে অসহায় মানুষদের পাশে বিএনপি: শাহ্ রিয়াজুল হান্নান

কাপাসিয়া প্রতিনিধি : [২] বুধবার সকালে এ উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

[৩] বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির কান্ডারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কাপাসিয়া উপজেলা বিএনপি'র অভিভাবক, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ ও কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা'র উদ্যোগে উপজেলার ১১ ইউনিয়নে ৫ শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

[৪] বুধবার সকালে উপজেলার সাফাইশ্রীস্থ দলীয় অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন ভিত্তিক খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন বেপারী, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন শিশিরসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

[৫] শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ বলেন, বিএনপির হাজার হাজার নেতা-কর্মী বিভিন্নভাবে এ সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। করোনাভাইরাসের মহামারিতে চরম বিপর্যয়ের মুখে পড়া এদেশের সাধারণ মানুষের পাশে ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা নিয়ে দাঁড়ানোর ইচ্ছা ছিল বিএনপির। এ অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন সাধ্য অনুযায়ী অসহায়, প্রতিবন্ধী ও নি¤œআয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাই আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি।

[৬] ইতোমধ্যে কাপাসিয়ায় বিএনপি, ছাত্র দল, যুবদল, মহিলা দল স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা করোনা ভাইরাসের পরিস্থিতিতে ত্রাণ সামগ্রী বিতরণ সহ কৃষকের ধান কেটে মাড়াই কাজে অংশ গ্রহণ করেছেন বলে নেতৃবৃন্দ জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়