শিরোনাম
◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ১৪ মে, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার এ ক্রান্তিকালে অসহায় মানুষদের পাশে বিএনপি: শাহ্ রিয়াজুল হান্নান

কাপাসিয়া প্রতিনিধি : [২] বুধবার সকালে এ উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

[৩] বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির কান্ডারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কাপাসিয়া উপজেলা বিএনপি'র অভিভাবক, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ ও কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা'র উদ্যোগে উপজেলার ১১ ইউনিয়নে ৫ শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

[৪] বুধবার সকালে উপজেলার সাফাইশ্রীস্থ দলীয় অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন ভিত্তিক খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন বেপারী, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন শিশিরসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

[৫] শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ বলেন, বিএনপির হাজার হাজার নেতা-কর্মী বিভিন্নভাবে এ সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। করোনাভাইরাসের মহামারিতে চরম বিপর্যয়ের মুখে পড়া এদেশের সাধারণ মানুষের পাশে ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা নিয়ে দাঁড়ানোর ইচ্ছা ছিল বিএনপির। এ অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন সাধ্য অনুযায়ী অসহায়, প্রতিবন্ধী ও নি¤œআয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাই আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি।

[৬] ইতোমধ্যে কাপাসিয়ায় বিএনপি, ছাত্র দল, যুবদল, মহিলা দল স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা করোনা ভাইরাসের পরিস্থিতিতে ত্রাণ সামগ্রী বিতরণ সহ কৃষকের ধান কেটে মাড়াই কাজে অংশ গ্রহণ করেছেন বলে নেতৃবৃন্দ জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়