শিরোনাম
◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক ◈ চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও) ◈ শাহজালালে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের ◈ বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ দ‌লের কা‌ছে নয়, রিশা‌দের কা‌ছে হে‌রে গেলো ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০৫:৫৮ সকাল
আপডেট : ০৮ মে, ২০২০, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাবির শিক্ষক-শিক্ষার্থীদের নামে পেজ খুলে জঙ্গিবাদের প্রচারণা

ডেস্ক রিপোর্ট : [২] করোনা সংকটকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর। একই সঙ্গে সরকারবিরোধী নানা অপপ্রচার চালাচ্ছে সংগঠনটি। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ’ নামে একটি পেজের মাধ্যমে এসব প্রচারণা চালাচ্ছে তারা। সেখানে বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারের পদক্ষেপের সমালোচনাসহ নিজদের নানামুখী প্রচারণা চালানো হচ্ছে। গ্রুপটি করোনা সংকটকালেই খোলা হয়েছে।

[৩] তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পেজটি তাদের পর্যবেক্ষণে আছে। যারা এটি পরিচালনা করেছে তাদের শনাক্ত করা গেলে আইনের আওতায় আনা হবে।

[৪] ঢাবি কর্তৃপক্ষ বলছে, এ ধরনের কর্মকাণ্ডে তাদের কোনো শিক্ষকক-শিক্ষার্থী জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

[৫] ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ নামে ওই ফেসবুক পেজে গিয়ে দেখা গেছে, গত ৩১ মার্চ এটি খোলা হয়েছে। বাংলাদেশ থেকে এটি পরিচালনা করা হচ্ছে। নিজেদের মতাদর্শের বক্তব্য দিয়ে গত ৭ মার্চ একটি বিজ্ঞাপনও পোস্ট করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই বিজ্ঞাপন সক্রিয় ছিল।

[৬] এ বিষয়ে র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক সুজয় সরকার বলেন, করোনা সংক্রমণের পর গুজব ছড়ানোর দায়ে ২০ জনকে আটক করেছে র‌্যাব। নিয়মিত অনলাইন পেট্রোলিং অব্যাহত আছে।

[৭] র‌্যাব-২ এর আগারগাঁও ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিদ্বেষপূর্ণ পোস্ট সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে মনিটর করা হচ্ছে। তাদেরকেও আইনের আওতায় আনা হবে।’

[৮] ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের উপ-কমিশনার আ ফ ম আল কিবরিয়া বলেন, ‘বিষয়টি আমাদের নজরদারিতে আছে। যারা এ পেজ পরিচালনা করছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

[৯] এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানি বলেন, ‘আমরা এখনো এ পেজের বিষয়ে কিছুই জানি না। এখানে যদি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক-শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়, অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সুত্র : রাইজিংবিডি ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়