শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৪:৫০ সকাল
আপডেট : ০৭ মে, ২০২০, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কত সস্পত্তি রেখে গেছেন ইরফান ?

বিনোদন ডেস্ক : ভারতসহ বিশ্বের নানা দেশের মানুষ অশ্রুসিক্ত শেষবিদায় জানিয়েছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ইরফান খানকে। তার মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে পুরো চলচ্চিত্র অঙ্গনে।

ইরফানের পরিবার এই কঠিন সময় অত্যন্ত সাহসের সঙ্গে মোকাবিলা করেছে। ইরফান রেখে গেছেন স্ত্রী সুতপা আর দুই পুত্র বাবিল আর আয়ানকে। ২২ বছর বয়সী বড় ছেলে বাবিল মায়ের মনোবল বাড়াতে পাশে দাঁড়িয়েছেন।

প্রসঙ্গত, ইরফান নিউরোএন্ডোক্রাইন ক্যানসারে আক্রান্ত ছিলেন। দেড় বছরের বেশি সময় তিনি চিকিৎসার জন্য ছিলেন যুক্তরাজ্যের লন্ডনে। তাই লাখ লাখ টাকা ব্যয় হয়েছে তার চিকিৎসার জন্য। তবুও মৃত্যুর পরে ইরফান তার পরিবারের জন্য কোটি কোটি টাকার সম্পত্তি রেখে গেছেন।

বলিউডের সংবাদভিত্তিক সংবাদমাধ্যম বলিউডবাবলের প্রতিবেদনে বলা হয়, ইরফান তার পরিবারের জন্য ৩২০ কোটি টাকার সম্পত্তি রেখে গেছেন। সিনেমা প্রতি ইরফান ১০ থেকে ১৫ কোটি রুপি নিতেন। এ ছাড়া বিজ্ঞাপন এবং ইভেন্টের জন্যও মোটা অঙ্কের পারিশ্রমিক নিতেন।ছবির জন্য পারিশ্রমিক ছাড়া লাভের কিছু অংশও নাকি নিতেন। মুম্বাইয়ের আন্ধেরিতে এই বলিউড অভিনেতার বিলাসবহুল একটি ফ্ল্যাট আছে।

তাই সব মিলিয়ে ইরফান তার পরিবারের জন্য বেশ বড় অঙ্কের সম্পত্তি রেখে গেছেন।

গত ২৯ এপ্রিল ৫৩ বছর বয়সে সদ্য প্রয়াত ইরফানের অভিনয়ের ব্যাপ্তি বলিউড ছাড়িয়ে হলিউডেও ছিল। ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘দ্য নেমসেক’ ছাড়া একাধিক হলিউড প্রজেক্টে কাজ করেছেন তিনি। তার মতো শক্তিশালী অভিনেতাকে কোনো ছবিতে পাওয়ার জন্য প্রযোজকেরা মরিয়া হয়ে যেতেন। যেকোনো মূল্যে নির্মাতারা তাদের ছবিতে ইরফানকে নিতে চাইতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়