শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ১১:০৭ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২০, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]দুর্গাপুরে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, গ্রেপ্তার ৫

রাজেশ গৌড়, দুর্গাপুর প্রতিনিধি : [২] রোববার বিকালে ওই ইউনিয়নের সাংসা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কিশোর আব্দুল হাকিম (১৬) ওই গ্রামের নিজাম উদ্দিন খাঁ’র ছোট ছেলে।

[৩] স্থানীয় সূত্রে জানা গেছে, বাকলজোড়া ইউনিয়নের সাংসা গ্রামের আজমত খাঁ(৪৬) এর সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ হয়ে আসছিলো একই গ্রামের নাজিম উদ্দিন খাঁ(৪৮) এর সাথে। এ নিয়ে উভয় পক্ষের মামলা-মোকাদ্দমা চলে আসছে। গ্রাম্য সালিশে এসব বিষয় নিয়ে বেশকয়েকবার সূরাহা হলে বেশি দূর টিকেনি।

[৪] এরই জেরে আজমত খাঁর সাথে নাজিম উদ্দিন খাঁ ছেলের সাথে বাক-বিতন্ডা হয়। পরে উভয়পক্ষের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। ঘটনাস্থলেই নাজিম উদ্দিনের পুত্র হাকিম এর মৃত্যু হয়।

[৫] গুরুতর আহত হয় হান্নান খাঁ (১৬),মোফাজ্জাল উদ্দিন (৪৫) আব্দুর রহমান(৩৮)। স্থানীয়রা আহতদের সরকারি হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ইসিজি করে কিশোর হাকিম (১৬) এর মৃত্যু নিশ্চিত করে।

[৬] দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতালে যাই। সেখানে মৃতের লাশ শনাক্ত করা হয়েছে।

[৭] ঘটনার রাতে অভিযান চালিয়ে মামলার ১নং আসামি আজমত খাঁ (৪৮) (হত্যাকারী), মামলার ৩নং আসামি ফজু খাঁ (৫০), উভয় পিতা- মৃত আমছর খাঁ, মামলার ১১নং আসামি নুর বানু (৪৫), স্বামী- আজিম খাঁ মামলার ১২নং আসামি অজুফা খাতুন (৩৫), স্বামী- শহিদ খাঁ, মামলার ১৩নং আসামি আলেমা খাতুন (৪০), স্বামী- জিলু হোসেন, সর্বসাং- গোপিনাথপুর, থানা- দুর্গাপুর, জেলা- নেত্রকোণাদের গ্রেফতার পূর্বক মোট ৫ জন আসামিদের সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়