আসিফুজ্জামান পৃথিল: [২] ওয়ালস্ট্রিট জার্নালকে জো বাইডেনের সাবেক সহকারী বলেন, তিনি যা বলেছেন, তার সবকিছুতেই আমি দ্বিমত পোষণ করছি, আমি এর জবাব অবশ্যই দেবো। দ্য হিল
[৩] রিড জানান, রোববার তিনি ফক্স নিউজকে স্বাক্ষাৎকার দিতে চেয়েছিলেন। কিন্তু তাকে ও তার কন্যাকে দেয়া অব্যাহত হুমকির কারণে তারা তা বাতিল করে দেন।
[৪] বাইডেন একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ৩০ বছর আগে এ ধরণের কোনও ঘটনা ঘটেইনি। তিনি সবাইকে সিনেট আর্কাইভ ঘেটে জেনে নিতে বলেন, রিড সেসময় এরকম কোনও অভিযোগ করেছিলেন কিনা।
[৫] গত মাসে এই ঘটনার ভিত্তিতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন রিড। তিনি তখন বলেছিলেন, নিরাপত্তার কারণেই এতোদিন পর অভিযোগ করছেন তিনি।