শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৩ মে, ২০২০, ০৪:০২ সকাল
আপডেট : ০৩ মে, ২০২০, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্তর্জাতিক ফ্লাইট চালানো বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার এয়ারলাইন্স কর্মকর্তাদের সঙ্গে বৈঠক বেবিচকের

লাইজুল ইসলাম: [২] কার্যত সারাবিশ্বে বন্ধ আছে বিমান চলাচল। এই পরিস্থিতিতে সারাবিশ্বেই চলছে বিশেষ ফ্লাইট। কিন্তু রেগুলার ফ্লাইট পরিচালনার জন্য এখনো কোনো দেশ অনুমতি দেয়নি। তবে এই মাসে কয়েকটি দেশের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা শেষ হতে যাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের সরকারি-বেসরকারি ও বিভিন্ন এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজারদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন বাংলাদেশ সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

[৩] মফিদুর রহমান জানান, আমরা আন্তর্জাতিক ফ্লাইটগুলো নিয়ে কি করবে সেই করনিয় নির্ধারণ করতেই এই বৈঠক কল করা হয়েছে। এখানে আমরা সব বিষয়ে আলোচনা করবো। দেশীয় বিমান সংস্থাগলোর প্রধানরা থাকবেন তারা কি করতে চাইছে। বিশ্বের নামি দামি বিমান সংস্থার কান্ট্রি প্রধানরা থাকবেন। তাদের প্রতি সংস্থা থেকে কি নির্দেশনা আছে। এসব বিষয়ে বৈঠক হবে।

[৪] মফিদুর রহমান বলেন, বিশ্বের বেশ কিছু দেশের নিষেধাজ্ঞা উঠে গেলে আমরা বিমান চলাচল শুরু করতে পারবো কি না এই বিষয়েও আলোচনা হতে পারে। যদি বিমান চলাচল করে তাহলে সেফটি কিভাবে নিবো। বিমানগুলোর জিবানুনাশক ব্যবস্থা নিয়ে কি হবে। সবার বক্তব্য শুনে আমি সিদ্ধান্ত নিবো।

[৫] বেবিচকের প্রধান জানান, সাকলে এই বৈঠক অনুষ্ঠিত হবে সিভিল এভিয়েশন কার্যলয়ে। তবে এখানে আর কাউকে ডাকা হয়নি। সিদ্ধান্ত গ্রহণের পর সবাইকে আমরা জানিয়ে দিবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়