শিরোনাম
◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেম এবং জ্বর- দুটোই বিনা নোটিশে আসে

আশীফ এন্তাজ রবি : প্রেম এবং জ্বরের মধ্যে অনেক মিল আছে। যেমন : ১. প্রেম এবং জ্বরÑ দুটোই বিনা নোটিশে আসে। বলে কয়ে আসে না। ২. দুটো অসুখে মানুষের শরীর এবং মন একধরনের ঘোরের মধ্যে চলে যায়। ৩. জ্বর আসলে মুখে কোনো খাবারই ভালো লাগে না। প্রেমে পড়লেও ক্ষুধা কমে যায়। কবি বলেছেন, ‘ভালোবাসলে কেন খিদে পায় না’। ৪. ক্ষুধা কমে গেলেও প্রেমে এবং জ্বরে ঘনঘন পানির পিপাসা পায়। ৫. জ্বর মানুষকে কাবু করে দেয়, প্রেমও মানুষকে দুর্বল করে দেয়। ৬. দুটো অসুখেই চোখের নিচে কালি পড়ে, শরীরের ওজন কমে।
৭. প্রেম এবং জ্বরÑ দুটো ক্ষেত্রেই নাক দিয়ে তপ্ত শ্বাস বের হয়। ৮. জ্বরে হঠাৎ হঠাৎ অজানা কারণে শরীর কেঁপে উঠে। প্রেমে পড়লেও অজ্ঞাতকারণে কাঁপুনি উঠে। ৯. জ্বর হলে ইচ্ছা করে কপালে প্রিয় মানুষটি একটু হাত রাখুক, হাত রেখে চুপটি করে বসে থাকুক। প্রেমে পড়লেও মনে হয়, প্রেমের মানুষটি একটু কপালে হাত রাখুক, হাত রেখে চুপটি করে বসে থাকুক। ১০. জ্বরের ঘোরে মানুষ প্রলাপ বকে, প্রেমের ঘোরেও মানুষ আবোলতাবোল কথা বলে, ফেসবুকে স্ট্যাটাস দেয়। এই রকম আরও অজ¯্র মিল। অমিলও আছে। মাত্র দুইটি। অমিল নং ১ : জ্বর মাপার জন্য থার্মোমিটার আছে, প্রেম পরিমাপক কিছু নেই। মহাবলদ বৈজ্ঞানিকেরা এই দরকারি জিনিসটি আবিষ্কার করতে পারেননি। অমিল নং ২ : জ্বর ভালো হওয়ার ওষুধ আছে। প্রেমের কোনো প্রতিষেধক নেই, প্রেমের কোনো চিকিৎসা নেই। হায়! আমার কেন প্রেম হলো। হায়! আমার কেন জ্বর হলো না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়