শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০১:৫৪ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনলাইন প্ল্যাটফর্মে সিনেমা মুক্তি দিতে চায় তামিল প্রযোজকরা

বিনোদন ডেস্ক : [২] করোনা ভাইরাসের কারণে ভারতে প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে প্রেক্ষাগৃহ। তাই কিছুদিন আগে তামিল সুপারস্টার সুরিয়া তার প্রযোজিত এবং জৌতিকা অভিনীত ‘পোনমগল বনধল’ সিনেমাটি অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তির ঘোষণা দেন। এরপরই এটিসহ সুরিয়ার সকল সিনেমার উপর নিষেধাজ্ঞা দেয় তামিলনাড়ু থিয়েটার ওনার অ্যাসোসিয়েশন। সূত্র: জি নিউজ

[৩] কিন্তু দুই দিন আগে সংগঠনটির পক্ষ থেকে এই নিষেধাজ্ঞাটি তুলে নেওয়া হয়েছে। এরপরই অনন্ত ৩০ জন তামিল সিনেমার প্রযোজক অনলাইন প্ল্যাটফর্ম তথা ওভার দ্যা টপ (ওটিটি) প্ল্যাটফর্মে তাদের সিনেমা মুক্তি দেওয়ার অধিকার আছে বলে যৌথ বিবৃতিতে দাবি করেন।

[৪] তামিল প্রযোজকরা জানায়, সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে তাদের চলচ্চিত্র মুক্তির সুযোগ থাকা উচিৎ।

[৫] বিবৃতিতে আরো জানানো হয়, ছোট ও মাঝারি বাজেটের চলচ্চিত্রগুলো সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির স্বাধীনতা তাদের থাকতে হবে।

[৬] প্রযোজকদের দাবি, ওটিটি প্রযুক্তির অভাবনীয় উন্নয়নের ফলে বিশ্বব্যাপী নতুন নতুন সিনেমা সরাসরি এই প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। এছাড়া করোনার প্রভাবে লকডাউনের এই সময়টিতে ওটিটি প্ল্যাটফর্মগুলো ছোট ও মাঝারি সিনেমাগুলোর প্রিমিয়ারের আয়োজন করছে, যা সকলের গ্রহণ করা উচিৎ।

[৭] তারা আরো জানান, হিন্দি, তেলেগু ও অন্যান্য ভাষার সিনেমার প্রযোজকরা ওটিটি প্ল্যাটফর্মে চলচ্চিত্র মুক্তি দেওয়ার মাধ্যমে বিনিয়োগ করা অর্থ পুনরুদ্ধার করার চেষ্টা করছেন। সিনেমা মুক্তি ছাড়াও ওটিটি প্ল্যাটফর্মে ছোট ও মাঝারি বাজেটের সিনেমার প্রিমিয়ার করার ক্ষেত্রেও সুফল পাচ্ছেন নির্মাতারা।

[৮] ওটিটি প্ল্যাটফর্মগুলোর এধরনের পদক্ষেপকে সাধুবাদ জানাতেই আহ্বান জানায় তারা। লকডাউনের কারণে মুক্তি আটকে থাকা সিনেমাগুলো প্ল্যাটফর্মে যুক্ত করার ব্যাপারে ওটিটি প্ল্যাটফর্ম মালিকদের কাছে আবেদনও জানানো হয়।

[৯] ডিস্ট্রিবিউটর ও থিয়েটার মালিকদের ইতিবাচক মনোভাব পোষণের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন প্রযোজকরা। পাশাপাশি থিয়েটার অ্যাসোসিয়েশনের এমন কোনো সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নেওয়া উচিৎ হবে না যা প্রযোজকদের জন্য নেতিবাচক ফলাফল বয়ে আনবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়