ইকবাল খান : [২] যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক রেডফিল্ড বলেন, আমরা ফ্লু মহামারির দিকে এগিয়ে যাচ্ছি এবং একই সময়ে করোনাভাইরাস মহামারিও চলবে। আগামী শীতে সেটি আরও জটিল হতে পারে।
[৩] একই সময়ে দুইটার সংক্রমণ যদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তাহলে তা সামাল দেওয়া হবে সত্যি, সত্যি, সত্যিই কঠিন।
[৪] ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাতকারে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে এ আশঙ্কা ব্যক্ত করেছেন। রেডফিল্ড বলেন, আমি যখন এই বিপদের কথা অন্যদের বলেছি, তখন তারা মুখ ফিরিয়ে নিয়েছে। আমি কী বুঝাতে চাইছি, সেটিই তারা বোঝার চেষ্টা করছে না।
[৫] উল্লেখ্য, ২০০৯ সালে এইচওয়ানএনওয়ান সোয়াইন ফ্লু মহামারির সময় যুক্তরাষ্ট্রে প্রথম ধাপের সংক্রমণের ঢেউ শুরু হয় মার্চ থেকে জুনে। দ্বিতীয় ধাপে দেশটিতে এই ফ্লুর ভয়াবহ সংক্রমণ শুরু হয় সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে(শীতকাল)।
[৬] জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, মহামারি শুরু হওয়ার পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে মারা গেছেন ৫০ হাজারের বেশি মানুষ। সম্পাদনা : রাশিদ