সোহেল রহমান : [২] অর্থ মন্ত্রণালয় বলেছে, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারকে অগ্রাধিকার খাতে অতিরিক্ত অর্থ বরাদ্দ দিতে হচ্ছে।
[৩] এমতাবস্থায় মন্ত্রণালয়/বিভাগগুলোর আওতাধীন দপ্তর/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো তাদের বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ চিহ্নিত প্রকল্পগুলোর বাস্তবায়ন অব্যাহত রাখবে।
[৪] ‘মধ্যম অগ্রাধিকার’ চিহ্নিত প্রকল্পগুলোর ক্ষেত্রে যে সকল খাতে অর্থ ব্যবহার অবশ্যম্ভাবী, মন্ত্রণালয়/বিভাগগুলো স্বীয় বিবেচনায় সেসব খাতে অর্থ ব্যয় করবে এবং
[৫] মন্ত্রণালয়/বিভাগগুলো ‘নিম্ন অগ্রাধিকার’ চিহ্নিত প্রকল্পগুলোর অর্থ ছাড় বা ব্যয়ের ক্ষেত্রে অর্থ বিভাগের পূর্ব সম্মতি নিতে হবে।
[৬] বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে এসব নির্দেশনা জারি করা হয়েছে।
[৭] নির্দেশনায় বলা হয়েছে, তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্পগুলো উল্লেখিত নির্দেশের বাইরে বা আওতামুক্ত থাকবে।