শিরোনাম
◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা ◈ জামায়াতসহ ১১ দলের ২৫৩ আসনে সমঝোতা, কোন দলের কত প্রার্থী ◈ বি‌সি‌বির প‌রিচালক নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলতে প্রস্তুত ক্রিকেটাররা ◈ দেড় ঘণ্টা বৈঠক শেষে বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান ◈ গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে : অধ্যাপক আলী রীয়াজ

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ১০:০৯ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইন্দোনেশিয়ার বান্ডুং শহরে জঞ্জাল বিক্রি করে অর্থ আয় করছেন মানুষ

ওমর ফারুক : [২] বিশেষ এক পয়েন্ট প্রণালীর ভিত্তিতে জঞ্জালের বিনিময়ে নগদ অর্থ দেয়া হয়৷ একশ’রও বেশি ধরনের জঞ্জাল এভাবে গ্রহণ করা হয়৷ তৈরি পোশাক কারখানাসহ বিভিন্ন ক্ষেত্রে সেই সব উপকরণ পুনর্ব্যবহার করা হয়৷

[৩] বাংক সাম্পা বেরসিনার সব মানুষের দোরগড়া থেকে এই জঞ্জাল তুলে নিচ্ছেন৷ জন সামুয়েল এই প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা৷ সমাজের ওপর এই কোম্পানির প্রভাব সম্পর্কে তিনি অত্যন্ত গর্বিত৷ ডয়েচে ভেলে, একুশে টেলিভিশন

[৪] শহরের অনেক বাসিন্দার জন্য এই উদ্যোগ শুধু জঞ্জাল দূর করা পরিচ্ছন্ন উপায় নয়, সেইসঙ্গে জঞ্জাল বিক্রি করে কিছু বাড়তি পয়সাও আসে৷

[৫] জঞ্জালের সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে দেশটিতে। এর পরিণতি গোটা বিশ্বের জন্য বিপজ্জনক৷ আশি শতাংশেরও বেশি আবর্জনা নির্বিচারে হয় খোলা আকাশের নীচে ইনসিনারেটর বা চুল্লিতে পোড়ানো হয় অথবা উপচে পড়া স্তূপ, খাল বা নদীতে জমা হয়৷

[৬] প্রায় ৩২ লাখ টন জঞ্জাল ভারত মহাসাগরে ফেলা হয়৷ গোটা বিশ্বে একমাত্র চীন আরো বেশি পরিমাণ জঞ্জাল সমুদ্রে ফেলে৷ তার ওপর অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা ও ইউরোপ থেকে বেআইনি জঞ্জাল রফতানি পরিস্থিতি আরও জটিল করে তুলছে৷ ২০১৯ সালে ইন্দোনেশিয়ায় প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করা সত্ত্বেও সেই সিদ্ধান্তের প্রভাব ছিলো অতি সামান্য৷

[৭] জন সামুয়েল মনে করেন, কখনও মানুষের সামনে জঞ্জাল দূর করার পথ থাকে না৷ তখন তারা জানে না কী করা উচিত৷ এমন অবস্থায় কাছে নদী থাকলে সেখানেই তারা জঞ্জাল ফেলে দেয়৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়