ইসমাঈল হুসাইন ইমু : [২] করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে নাগরিকবৃন্দকে জরুরী প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে। কিন্তু পরিলক্ষিত হচ্ছিল কেউ কেউ জরুরী প্রয়োজন চাড়াই অহেতুক গাড়ি নিয়ে রাস্তায় বের হচ্ছেন।
[৩] সরকার ঘোষিত সাধারণ ছুটিতে ইতোমধ্যে যারা যুক্তিসংগত কারণ ছাড়া গাড়ি নিয়ে বাইরে বের হয়েছেন ঢাকা মেটোপলিটন পুলিশের টাফিক বিভাগ তাদের বিরুদ্ধে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯২(১) ধারানুসারে ব্যবস্থা গ্রহণ করছে।
[৪] ডিএমপির টাফিক বিভাগ গত ২৬ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯২(১) ধারায় ৩ হাজার ৪৪৫ টি মামলা রুজু করেছে। আর জরিমানা আদায় করেছে ৬৩ লাখ ৪১ হাজার টাকা।
[৫] করোনা ভাইরাসের বিস্তাররোধে বিনা প্রয়োজনে বাইরে না যাওয়ার জন্য নগরবাসীকে ঢাকা মেটোপলিটন পুলিশ অনুরোধ করছে। রাস্তায় প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে বের হলে তাদের বিরুদ্ধে এ আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।