শিরোনাম
◈ চাঁদাবাজির খবর দেখে আশপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন বিষয়টা কিছুটা হাস্যকর বটে: উমামা ফাতেমা ◈ বাংলা‌দেশ এবার সি‌রিজ খেল‌তে চায় নেপাল অথবা নেদারল্যান্ডসের সাথে ◈ নতুন মেরুকরণের পথে দেশের রাজনীতি ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে দ‌ক্ষিণ  আফ্রিকাকে হা‌রি‌য়ে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ◈ ৯ সে‌প্টেম্বর এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর ◈ চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস এডিবির: রফতানি-উৎপাদনে ধীরগতির প্রভাব ◈ দেশে ভালো কোনো প্রতিষ্ঠান নেই, ব্যাংক খাতের ৮০% অর্থ নিয়ে গেছে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ◈ চাঁদাবাজির অভিযোগে আটক পাঁচ নেতাকে স্থায়ী বহিষ্কার ◈ ওজন কমাতে র‍্যাব কর্মকর্তাকে যে উপদেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্টে ঝুঁকি, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৪:৩৫ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রত্নতত্ত্ববিদদের খোঁজে বেরিয়ে এলো বরফের নিচে চাপা পড়া প্রায় দু’হাজার বছরের পুরনো জনপদ

ইয়াসিন আরাফাত : [২] সম্প্রতি প্রত্নতত্ত্ববিদ লারস হোলগার পাইলো এবং তার দল এই জনপদটি খুঁজে পেয়েছেন। তাদের গবেষণা অ্যান্টিকুইটি নামক জার্নালে প্রকাশিত হয়েছে। ডেইলি মেইল ইউকে

[৩] জানা যায়, গবেষণার জন্য নরওয়ের অপল্যান্ডের দিকে যাচ্ছিলেন তারা। এসময় রাত্রি যাপন ও বিশ্রামের জন্য নরওয়ের লেন্ডব্রিনে তাঁবু ফেলেন তারা। সেখানে বহু প্রাচীন ঘোড়ার মল দেখতে পান তারা। গবেষণায় জানতে পারেন, ঘোড়ার ওই মল অন্তত এক হাজার বছরের পুরনো। এই এলাকায় এত পুরনো ঘোড়ার মল দেখে কিছুটা আশ্চর্য হয়েযান তারা। দ্যা গার্ডিয়ান

[৪] বিস্ময়ের ধরে রাখতে না পেরে চারপাশে খোঁজ শুরু করেন গবেষকদের দল এ সময় সেখান থেকে উলের তৈরি একটি জামার টুকরো খুঁজে পান।যার বয়স অন্তত এক হাজার আটশো বছর। এতে তাদের বিস্ময়ের মাত্রা আরও বাড়িয়ে তোলে। চারিদিকে ছড়িয়ে গিয়ে খোঁজ শুরু করে সেই দল। বিভিন্ন রকমের জিনিস উদ্ধার করতে শুরু করেন তারা। প্রায় ১ হাজার রকমের বহু পুরনো জিনিস উদ্ধার করেন তারা। দ্যা গার্ডিয়ান

[৫] গবেষণায় জানা যায়, খুঁজে পাওয়া জিনিসগুলো এত দিন ধরে বরফের নীচে ঢাকা পড়ে ছিল। সূর্যের রোদও তাদের কাছে পৌঁছায়নি। উষ্ণায়নের ফলে বরফের স্তর গলে যাওয়ায় এত বছর পর সেগুলো আবার উপরে উঠে এসেছে।

[৬] প্রত্নতত্ত্ববিদ পাইলো জানিয়েছেন, বরফে ঢাকা এই অঞ্চল এক সময় জনপদ হিসাবে ব্যবহার করতেন মানুষ। এই পথ দিয়েই যাতায়াত ছিল তাদের। কিন্তু ক্রমে রাস্তা পুরোটাই বরফে ঢাকা পড়ে যাওযায় যাতায়াত বন্ধ হয়ে যায়। যাতায়াতের পথেই সম্ভবত এই সমস্ত জিনিস ফেলে দিয়েছিলেন তারা। এগুলো ছিল তাদের পরিত্যক্ত জিনিসপত্র। সেগুলোই এত বছর পর উপরে উঠে এসেছে। নিউ ইয়র্ক টাইমস

[৭] খুঁজে পাওয়া পুরনো জিনিসগুলোর মধ্যে প্রত্নতত্ত্ববিদ পাইলোর সবচেয়ে পছন্দের আবিষ্কার ছোট একটি কাঠের টুকরো।যা গবাদি পশুর বাছুর যাতে মায়ের দুধ খেতে না পারে, সে জন্য এই কাঠের টুকরোটি ব্যবহার করতেন সে যুগের মানুষ। নিউ ইয়র্ক টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়