শিরোনাম
◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৪:৩৫ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রত্নতত্ত্ববিদদের খোঁজে বেরিয়ে এলো বরফের নিচে চাপা পড়া প্রায় দু’হাজার বছরের পুরনো জনপদ

ইয়াসিন আরাফাত : [২] সম্প্রতি প্রত্নতত্ত্ববিদ লারস হোলগার পাইলো এবং তার দল এই জনপদটি খুঁজে পেয়েছেন। তাদের গবেষণা অ্যান্টিকুইটি নামক জার্নালে প্রকাশিত হয়েছে। ডেইলি মেইল ইউকে

[৩] জানা যায়, গবেষণার জন্য নরওয়ের অপল্যান্ডের দিকে যাচ্ছিলেন তারা। এসময় রাত্রি যাপন ও বিশ্রামের জন্য নরওয়ের লেন্ডব্রিনে তাঁবু ফেলেন তারা। সেখানে বহু প্রাচীন ঘোড়ার মল দেখতে পান তারা। গবেষণায় জানতে পারেন, ঘোড়ার ওই মল অন্তত এক হাজার বছরের পুরনো। এই এলাকায় এত পুরনো ঘোড়ার মল দেখে কিছুটা আশ্চর্য হয়েযান তারা। দ্যা গার্ডিয়ান

[৪] বিস্ময়ের ধরে রাখতে না পেরে চারপাশে খোঁজ শুরু করেন গবেষকদের দল এ সময় সেখান থেকে উলের তৈরি একটি জামার টুকরো খুঁজে পান।যার বয়স অন্তত এক হাজার আটশো বছর। এতে তাদের বিস্ময়ের মাত্রা আরও বাড়িয়ে তোলে। চারিদিকে ছড়িয়ে গিয়ে খোঁজ শুরু করে সেই দল। বিভিন্ন রকমের জিনিস উদ্ধার করতে শুরু করেন তারা। প্রায় ১ হাজার রকমের বহু পুরনো জিনিস উদ্ধার করেন তারা। দ্যা গার্ডিয়ান

[৫] গবেষণায় জানা যায়, খুঁজে পাওয়া জিনিসগুলো এত দিন ধরে বরফের নীচে ঢাকা পড়ে ছিল। সূর্যের রোদও তাদের কাছে পৌঁছায়নি। উষ্ণায়নের ফলে বরফের স্তর গলে যাওয়ায় এত বছর পর সেগুলো আবার উপরে উঠে এসেছে।

[৬] প্রত্নতত্ত্ববিদ পাইলো জানিয়েছেন, বরফে ঢাকা এই অঞ্চল এক সময় জনপদ হিসাবে ব্যবহার করতেন মানুষ। এই পথ দিয়েই যাতায়াত ছিল তাদের। কিন্তু ক্রমে রাস্তা পুরোটাই বরফে ঢাকা পড়ে যাওযায় যাতায়াত বন্ধ হয়ে যায়। যাতায়াতের পথেই সম্ভবত এই সমস্ত জিনিস ফেলে দিয়েছিলেন তারা। এগুলো ছিল তাদের পরিত্যক্ত জিনিসপত্র। সেগুলোই এত বছর পর উপরে উঠে এসেছে। নিউ ইয়র্ক টাইমস

[৭] খুঁজে পাওয়া পুরনো জিনিসগুলোর মধ্যে প্রত্নতত্ত্ববিদ পাইলোর সবচেয়ে পছন্দের আবিষ্কার ছোট একটি কাঠের টুকরো।যা গবাদি পশুর বাছুর যাতে মায়ের দুধ খেতে না পারে, সে জন্য এই কাঠের টুকরোটি ব্যবহার করতেন সে যুগের মানুষ। নিউ ইয়র্ক টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়