শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জের পুলিশ সুপারকে ফোন, খাদ্য সামগ্রী পেল ৪০ দৃষ্টিপ্রতিবন্ধী

আশরাফ আহমেদ (হোসেনপুর প্রতিনিধি): [২] কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)কে ফোন করে খাদ্যসামগ্রী চাওয়ার পর পরই ৪০ জন দৃষ্টিপ্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন পুলিশ।

[৩] সোমবার( ১৩ এপ্রিল) বিকেলে পুলিশ সুপারের নির্দেশে ৪০জন দৃষ্টিপ্রতিবন্ধি কাছে খাদ্যসামগ্রী নিয়ে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মোহাম্মদ সোনাহর আলী
কটিয়াদী উপজেলার ধূলদিয়া ইউনিয়নের গচিহাটা কলেজ মাঠে গিয়ে খাদ্যসামগ্রী তাদের হাতে তুলে দেন।

খাদ্যসামগ্রী প্রদানের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসেনপুর সার্কেল মোহাম্মদ সোনাহর আলী, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল, গচিহাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফুল ইসলাম প্রমুখ।

[৪] দৃষ্টিপ্রতিবন্ধীরা জানান, আমরা কোনো ধরণের সুবিধা পাচ্ছিলাম না। পরে এসপি মহোদয়কে বিষয়টি অবগত কররে তিনি সদস্যদের নাম চান। পরে সোমবার সকালে আমাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এসময় পুলিশ সুপারকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

[৫] অতিরিক্ত পুলিশ সুপার হোসেনপুর সার্কেল মোহাম্মদ সোনাহর আলী জানান, রবিবার ফোন পাওয়ার পর ৪০ জনকে এসপি স্যারের নির্দেশে তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়