শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০৩:১৮ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাজিলের ৮২ সালের ফুটবল যোদ্ধা জিকো, ফ্যালকাওরা এবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামলেন

স্পোর্টস ডেস্ক : [২] সক্রেটিস, জিকো, ফ্যালকাও কে ছিল না সেই ঐতিাসিক দলে। মাঠ কাঁপানো সেই দল আবারও নেমেছে। প্রতিপক্ষ করোনাভাইরাসকে হারাতে এবার মাঠে নেমেছেন জিকো, জুনিয়ররা। ব্রাজিলের এই মহান দলের অধিনায়ক সক্রেটিস আগেই প্রয়াত। তাই দেশকে করোনার হাত থেকে রক্ষা করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন পাওলো রবার্তো ফ্যালকাও। এই মহৎ উদ্যোগে ফ্যালকাও কাছে পেয়েছেন সেই ১৯৮২’র দলের উনিশজন সদস্যকেও।

[৩] জিকো, ফ্যালকাও, লিয়ান্দ্রো এবং দলের অন্যান্য সদস্যরা সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে ব্রাজিলকে করোনামুক্ত করতে আর্থিক সাহায্য চাওয়া হয়েছে।

[৪] বার্তায় ফ্যালকাও বলেছেন, বিরাশি সালে বিশ্বকাপে ব্রাজিলের দল বিখ্যাত ছিল সৃষ্টিশীলতা, দলগত সংহতি এবং দেশের হয়ে একসঙ্গে লড়াই করার জন্য। এবার করোনার বিরুদ্ধে দেশের হয়ে ফের একবার লড়াই চালাবে সেই দল। - জিরো হোরা

[৫] ভিডিওটি পোস্ট করা মাত্রই বিশ্বের নানা প্রান্ত থেকে বিপুল সাড়া পেয়েছেন জিকোরা। এক সপ্তাহের মধ্যেই ত্রাণের জন্য প্রায় সাত লাখ মার্কিন ডলার সংগ্রহ করে ফেলেছেন তারা। তারকাখচিত দল হলেও বিরাশি বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল।

[৬] স্কটল্যান্ড, আর্জেন্টিনা, নিউজিল্যান্ডকে হারানোর পর সেমিফাইনালে উঠতে ইতালির সঙ্গে ড্রই যথেষ্ট ছিল। কিন্তু আজুরিদের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয় সক্রেটিসদের। ফ্যালকাওদের মতো ব্রাজিলের অন্যান্য ক্রীড়াবিদরাও করোনা মোকাবিলায় এগিয়ে এসেছেন। - রিও টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়