শিরোনাম
◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ১২:৫২ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার প্রভাবে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের ভবিষ্যৎ বিপন্ন

মাজহারুল ইসলাম : [২] একটি পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইটের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইংলিশ প্রিমিয়ার লিগের একটি নির্বাচিত একাদশ করোনা সংকটে ১.৬ বিলিয়ন অর্থাৎ ১৬০ কোটি পাউন্ড মূল্য হারিয়েছে। একাদশে নির্বাচিত খেলোয়াড়েরা হলেন রাহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি), কেভিন ডি ব্রুইনা (সিটি), হ্যারি কেন (টটেনহাম), মোহামেদ সালাহ ( লিভারপুল), সাদিও মানে (লিভারপুল), ট্রেন্ট-আলেক্সান্ডার আরনল্ড (লিভারপুল), এনগোলো কান্তে (চেলসি), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), বার্নার্ডো সিলভা (সিটি), লেরয় সানে (সিটি) ও পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড)। গতকাল বাংলাট্রিবিউনের অনলাইন ভার্সনে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

[৩] ওই প্রতিবেদনে বলা হয়, সাইট ব্যবহারকারীদের অনুমিত হিসাব এবং নানারকম উপাত্ত নিয়ে ট্রান্সফারমার্কট নামের ওয়েবসাইটটি ফুটবলারদের মূল্যমান নির্ধারণ করেছে। তাদের মতে সবচেয়ে বেশি ২২৫ মিলিয়ন আর্থিক ক্ষতির শিকার হবে নাকি ম্যানচেস্টার সিটি। শেয়ার বাজারে ধস নেমেছে। অনেক ক্লাবই আর্থিক অস্বচ্ছলতায় ভুগবে। সঙ্গে নানা অনিশ্চয়তায় দলবদল পরিকল্পনা পড়তে পারে মুখ থুবড়ে, বলেছেন সাইটটির প্রতিষ্ঠাতা ম্যাথিয়াস সেইডেল।

[৪] ট্রান্সফারমার্কট ফুটবলারদের বয়স, চুক্তির মেয়াদ ও আগের ট্রান্সফার ফি বিবেচনা করেছে। এরপর সাইট ব্যবহারকারী গোষ্ঠীর সঙ্গে আলোচনার ভিত্তিতে ফুটবলারদের একটি অনুমিত মূল্যমান দাঁড় করিয়েছে।

[৫] করোনাভাইরাস ক্লাবগুলোর রাজস্ব কমিয়ে দেবে। তাতে অনেক ক্লাবের দললবদল পরিকল্পনাও যাবে থমকে। বড় আঘাতটা আসতে পারে ফুটবলারদের ট্রান্সফার ফিতে। ১৯৯৮ সালের আগে যেসব ফুটবলারের জন্ম, তারা মূল্য হারাবে শতকরা ২০ ভাগ। আর ১৯৯৮ সালের পরে জন্ম নেয়া ফুটবলারদের মূল্য কমবে ১০ ভাগ। এর কারণ ২২ বা তার চেয়ে কম বয়সী ফুটবলারদের মূল্য তাদের চেয়ে বেশি বয়সী খেলোয়াড়দের চেয়ে বেশি। সুতরাং যে দলে ২২ বছরের বেশি বয়সী খেলোয়াড় বেশি, সেই ক্লাব মূল্যও হারাবে বেশি।

[৬] ট্রান্সফারমার্কটের নিরীক্ষা অনুযায়ী রাহিম স্টার্লিংয়ের মূল্য সবচেয়ে বেশি ২৯ মিলিয়ন কমে দাঁড়াবে ১১৫ মিলিয়ন পাউন্ডে। ডি ব্রুইনা, কেন, সালাহ ও মানের মূল্য ২৭ মিলিয়ন পাউন্ড করে কমে দাঁড়াবে ১০৮ মিলিয়ন পাউন্ডে। আরনল্ডের মূল্য ১০ মিলিয়ন কমে হবে ৮৯ মিলিয়ন পাউন্ড। কান্তে, ফন ডাইক, সিলভা, সানে ও পগবা মূল্য হারাবেন ১৮ মিলিয়ন পাউন্ড করে এবং এদের প্রত্যেকেরই মূল্য হবে ৭২ মিলিয়ন পাউন্ড। দল হিসেবে ১১০০ মিলিয়ন পাউন্ড থেকে সবচেয়ে বেশি ২২৪ মিলিয়ন পাউন্ড হারিয়ে সিটির স্কোয়াডের মূল্য দাঁড়াবে ৯১৭ মিলিয়ন পাউন্ড। প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুল তাদের স্কোয়াডের মূল্য হারাবে দ্বিতীয় সর্বোচ্চ ২০৫ মিলিয়ন পাউন্ড।
ফুটবলার এবং ক্লাবের মূল্য কমে যাওয়ার এ ধরনটা গোটা বিশ্বেরই পেশাদার ক্লাব ফুটবলই অনুসরণ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়