সুজন কৈরী : [২] বৃহস্পতিবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম এক ভিডিও বার্তায় সাইবার ভেরিফিকেশন সেল খোলার কথা জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো তথ্য যাচাইয়ের জন্য ভেরিফিকেশন সেলে এলে তা যাচাই করে তথ্যের সত্যতা নিশ্চিত করা হবে।
[৩] তিনি বলেন, আমরা ইতমধ্যে এমন তিনটি ঘটনা পেয়েছি, যেখানে দেখানো হয়েছে রাস্তায় মরদেহ পড়ে আছে। রাস্তায় লাশ পড়ে আছে। আমরা নিবিড় ভাবে সেগুলো ভেরিফিকেশন করে দেখেছি, এগুলো সব মিথ্যা এবং ভুয়া। এ বিষয়ে বিস্তারিত র্যাবের ভেরিফিকেশন সেলে আপলোড করা হয়েছে।
[৪] সারওয়ার বিন কাশেম আরো বলেন, আমরা লক্ষ্য করছি, কিছু কুচক্রী মহল ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা নিয়ে নানা গুজব ছড়াচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং সন্দেহের সৃষ্টি হচ্ছে। গত কয়েক দিনে দেশের বিভিন্ন জেলা থেকে ১০ জন গুজব সৃষ্টিকারীকে আটক করা হয়েছে। এছাড়া আরও অর্ধশতজনকে নজরদারিতে রেখেছি। না জেনে-বুঝে সামাজিক মাধ্যমে দেয়া কোনো তথ্যে লাইক দেয়া বা শেয়ার করা থেকে বিরত থাকতে জনাসাধারণকে অনুরোধ জানান তিনি।
[৫] তিনি বলেন, আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই। আমরা প্রতিনিয়ত কাজ করছি। প্রচুর পরিমাণ ত্রাণ আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। আমরা প্রচুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি এবং যারা অকারণে বাইরে বের হয়েছেন বা হচ্ছেন, তাদের জরিমানা করেছি।
[৬] র্যাবের এ কর্মকর্তা আরো বলেন, করোনা একটি বৈশ্বিক রোগ। এ রোগে এখন পর্যন্ত ৯০ হাজারের মতো মানুষ মারা গেছেন এবং ১৫ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। বাংলাদেশে কিন্তু এ পর্যন্ত ৩৩০ জন এ রোগে আক্রান্ত আমরা পেয়েছি এবং ২১ জন মারা গেছেন। এ বৈশ্বিক সমস্যা থেকে মুক্তি পেতে আমরা সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করে যাচ্ছি। আমরা জনগণকে সাহায্য করছি, তারা যেন ঘরে থাকেন এবং ঘর থেকে বের হতে না পারেন।