শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ০৩:৪০ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ বিশ্বজুড়ে মৃত ৭৬ হাজার ৫০৪, অর্থনীতি আবারও চাঙ্গা করার পরিকল্পনা করছেন জার্মান বিশেষজ্ঞরা

আসিফুজ্জামান পৃথিল: [২] ২১১ টি দেশ ও অঞ্চলে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৬৫ হাজার ১৬৬। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৯৩ হাজার ৮৭৯জন। আশঙ্কাজনক অবস্থায় আছেন ৪৭ হাজার ৬১৮জন ওয়ার্ল্ডোমিটার, ডয়েচে ভেলে, সিএনএন

[৩] যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৩৬১ জন। মারা গেছেন ১১ হাজার ১৩ জন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৮ হাজার ৯৮৩ জন।

[৪] স্পেনে আক্রান্ত ১ লাখ ৪০ হাজার ৫১০ জন। মারা গেছেন ১৩ হাজার ৭৯৮ জন জন। আশঙ্কাজনক ৭ হাজার ৬৯ জন।

[৫] ইতালিতে আক্রান্ত ১ লাখ ৩২ হাজার ৫৪৭ জন। মারা গেছেন ১৬ হাজার ৫২৩ জন। আশঙ্কাজনক ২ হাজার ১৯২ জন।

[৬] জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৪ হাজার ১৯৯ জন। মারা গেছেন ১ হাজার ৮৪২ জন। আশঙ্কাজনক ৪হাজার ৮৯৫ জন।

[৭] নিউ ইয়র্কের মেয়র বলেছেন, নগরীটির প্রায় ৫ লাখ বাসিন্দা হয় বর্তমানে বেকার নইলে দ্রæতই বেকার হয়ে যাবেন। তিনি বলেন, করোনার সঙ্গে যুদ্ধের শেষে পুরা বিশ্বকেই এক অর্থনৈতিক যুদ্ধে নামতেই হবে।

[৮] এই অবস্থাতেও যুক্তরাষ্ট্রের উইলকিনসনে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় নির্বাচন। তবে এই নির্বাচনে ভেটার উপস্থিতি প্রায় ছিলো না বললেই চলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়