শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ১২:৫০ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা প্রতিরোধে সক্রিয় নৌ পুলিশ

ইসমাঈল হুসাইন ইমু: [২] সোমবার সকাল ১০ টা দুপুর ১টা পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নৌ পুলিশ সদরঘাট লঞ্চ টার্মিনালে সকল লঞ্চের স্টাফদের মাঝে প্রয়োজনীয় সংখ্যক সাবান, ডেটল, লাইজল, লিকুইড সোপ, পটাশিয়াম পারম্যাংগানেট, ব্লিচিং পাউডার ও মাস্ক ইত্যাদি বিতরণ করেছে।

[৩] নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম লঞ্চ চালক ও স্টাফদের লঞ্চে জীবানু ধ্বংসকারি ডেটল, লাইজল, লিকুইড সোপ, পটাশিয়াম পারম্যাংগানেট, ব্লিচিং পাউডার ব্যবহার করার নির্দেশ দেন। এছাড়াও সদরঘাট লঞ্চটার্মিনালের আশেপাশের এলাকা ও বাবুবাজার ব্রিজ হতে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত রাস্তায় ১০ হাজার লিটার জীবানুধ্বংসকারি ওষুধ স্প্রে ও রাস্তার পাশে অবস্থানরত সকলের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

[৪] নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং, লিগ্যাল এন্ড মিডিয়া) ফরিদা পারভীন জানান, গত ২৬ মার্চ থেকে নৌ পুলিশ ঢাকার রাজপথে করোনা জীবানু ধ্বংস করার জন্য প্রতিদিন ওয়াটার ট্যাঙ্কে করে সকাল ও বিকেলে দুই বেলা ২০ হাজার লিটার ওষুধ স্প্রে করেছে। সোমবার পর্যন্ত মোট ১ লাখ লিটার জীবানুধ্বংসকারি ওষুধ স্প্রে করা হয়। প্রতিদিন ২০ হাজার লিটার জীবানুধ্বংসকারি ওষুধ স্প্রে করা অব্যাহত তাকবে।

[৫] নৌ পুলিশ গত ২২ মার্চ থেকে করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ডিআইজি নৌ পুলিশের কার্যালয় এর সামনে গুলশান বাড্ডা লিংক রোড সংলগ্ন হাতিরঝিল এলাকায় সকালে এবং বিকেলে চলাচলরত গাড়ীতে দুই ঘণ্টা করোনা জীবানু নাশক স্প্রে করা হচ্ছে। নৌ-পুলিশের মোট ২০০০ সদস্য ও তাদের পরিবারকে করোনাভাইরাস থেকে নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় সংখ্যক সাবান, ডেটল, লাইজল, লিকুইড সোপ, পটাশিয়াম পারম্যাংগানেট, ব্লিচিং পাউডার ও মাস্ক ইত্যাদি বিতরণ করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে নৌ-পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়