শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ১১:০১ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাবেক ক্রিকেটাররা খুব শিগগিরই ক্ষুদ্র আয়ের মানুষদের আর্থিক সাহায্য দিবে, বললেন নান্নু

এল আর বাদল : [২] করোনা ভাইরাসে ভারত লকডাউন হওয়ায় সে দেশের ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলি খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন আর্থিক সাহায্য নিয়ে। করোনার ছোবল বাংলাদেশেও পড়ায় পাঁচ জনের প্রাণহানি ঘটে। আক্রান্ত হয় আরো ৪৮ জন। এ অবস্থায় অঘোষিত লকডাউনে ঢাকাসহ সারা দেশ। ফলে দিন আনে দিনে খাওয়া মানুষ দিশেহারা হয়ে পড়লে তাদের সাহায্যার্থে পাশে দাড়ান জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান, মাশরাফি, লিটন দাস ও মোসাদ্দেক হোসেন সৈকত। কিন্তু সাবেক ক্রিকেটাররা এখনও সাহায্যের হাত বাড়ায়নি।

[৩] সাবেকদের কেউই এককভাবে করোনাভাইরাস মোকাবিলায় গরীবদের পাশে দাড়াচ্ছেন না। সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় দল নির্বাচক কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা নিজেদের মধ্যে আলোচনা সাপেক্ষে একটি মোটা অঙ্কের টাকা তুলে নিম্ম আয়ের মানুষদের সাহায্য করা হবে।

[৪] তিনি বলেন, সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, নাঈমুর রহমান দুর্জয়, আতাহার আলী খান, আকরাম খান, জাহাঙ্গীর শাহ বাদশাহ, নাদির শাহ, আল শাহরিয়ার রোকন ও জাভেদ ওমর বেলিমসহ অনেকের সঙ্গে কথা হয়েছে। করোনা মোকাবিলায় খুব শিগগিরই সাংবাদিকদের জানিয়ে নিম্ন আয়ের মানুষদের সাহায্যের জন্য নামবো।

[৫] জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেছেন, আমরা অনেক দিন ধরে ভাবছি, দেশের এই ক্রান্তিকালে খেটে খাওয়া মানুষের পাশে দাড়ানো উচিত। যতো দ্রুত সম্ভব আমরা সাবেকরা একত্রিত হয়ে সাহায্য নিয়ে মাঠে নামবো।

[৬] জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেন, করোনাভাইরাস সত্যিই আমাদের ভাবিয়ে তুলেছে। নিম্মআয়ের মানুষের জন্য আমাদেরও কিছু করা উচিত। সাংবাদিকদের জানিয়েই আমরা মাঠে নামবো কিছুদিনের মধ্যে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়