এল আর বাদল : [২] করোনা ভাইরাসে ভারত লকডাউন হওয়ায় সে দেশের ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলি খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন আর্থিক সাহায্য নিয়ে। করোনার ছোবল বাংলাদেশেও পড়ায় পাঁচ জনের প্রাণহানি ঘটে। আক্রান্ত হয় আরো ৪৮ জন। এ অবস্থায় অঘোষিত লকডাউনে ঢাকাসহ সারা দেশ। ফলে দিন আনে দিনে খাওয়া মানুষ দিশেহারা হয়ে পড়লে তাদের সাহায্যার্থে পাশে দাড়ান জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান, মাশরাফি, লিটন দাস ও মোসাদ্দেক হোসেন সৈকত। কিন্তু সাবেক ক্রিকেটাররা এখনও সাহায্যের হাত বাড়ায়নি।
[৩] সাবেকদের কেউই এককভাবে করোনাভাইরাস মোকাবিলায় গরীবদের পাশে দাড়াচ্ছেন না। সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় দল নির্বাচক কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা নিজেদের মধ্যে আলোচনা সাপেক্ষে একটি মোটা অঙ্কের টাকা তুলে নিম্ম আয়ের মানুষদের সাহায্য করা হবে।
[৪] তিনি বলেন, সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, নাঈমুর রহমান দুর্জয়, আতাহার আলী খান, আকরাম খান, জাহাঙ্গীর শাহ বাদশাহ, নাদির শাহ, আল শাহরিয়ার রোকন ও জাভেদ ওমর বেলিমসহ অনেকের সঙ্গে কথা হয়েছে। করোনা মোকাবিলায় খুব শিগগিরই সাংবাদিকদের জানিয়ে নিম্ন আয়ের মানুষদের সাহায্যের জন্য নামবো।
[৫] জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেছেন, আমরা অনেক দিন ধরে ভাবছি, দেশের এই ক্রান্তিকালে খেটে খাওয়া মানুষের পাশে দাড়ানো উচিত। যতো দ্রুত সম্ভব আমরা সাবেকরা একত্রিত হয়ে সাহায্য নিয়ে মাঠে নামবো।
[৬] জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেন, করোনাভাইরাস সত্যিই আমাদের ভাবিয়ে তুলেছে। নিম্মআয়ের মানুষের জন্য আমাদেরও কিছু করা উচিত। সাংবাদিকদের জানিয়েই আমরা মাঠে নামবো কিছুদিনের মধ্যে।