ইসমাঈল আযহার: [২] পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করোনাভাইরাস শনাক্তকারী পরীক্ষা পজেটিভ এসেছে। গতকাল শুক্রবার ব্রিটিশ টিভি চ্যানেল ‘অ্যারিস নিউজ’-এর এমন খবরে পাকিস্তান জুড়ে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ইমরান খানের করোনা আক্রান্ত হওয়ার গুজব। ফেসবুক টুইটারে ভাইরাল হয়েছে সংবাদের একটি স্থিরচিত্র। ডেইলি পাকিস্তান, ডন, উর্দু পয়েন্ট
[৩] ইমরান খানের দল তাহরিকে ইনসাফের নেতা এবং পাঞ্জাব সরকারের সাবেক মুখপাত্র শাহবাজ গুল এক টুইট বার্তায় জানিয়েছেন, ইমরান খান করোনায় আক্রান্ত হননি বরং টিভি চ্যানেলটি ভুলে তার নাম উল্লেখ করেছে। আপনারা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।
[৪] আজ শনিবার সকাল পর্যন্ত পাকিস্তানে কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ১৩৭৯ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ১১ জনের এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৩ জন।