আসিফুজ্জামান পৃথিল : [২] আব্রাহাম মিনৎজ আর আবু জামা দুজনেই কিছুক্ষণ আগে ইসরায়েলি শহর বের শেভার এক ৪১ বছর নারীকে অ্যাটেন্ড করে এসেছেন। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। এর আগে তারা ৭৭ বছর বয়সী এক বৃদ্ধের বাড়িতে যান। তারা জানেন, সারাদিনে এরকম আরও অনেক ফোন রিসিভ করতে হবে। সিএনএন
[৩] সন্ধ্যা ৬টায় তারা খেয়াল করেন, অনেকক্ষণ পর তারা ফাঁকা একটি সময় পেয়েছেন। তারা দুজনেই ইসরায়েলি ইমার্জেন্সি রেসপন্স সার্ভিস মাগেন ডেভিড আদমের সদস্য।
[৪] ফাঁকা সময়টিকে কাজে লাগাতে ধার্মিক ইহুদী মিনৎজ জেরুজালেমের দিকে মুখ করে দাঁড়িয়ে যান। আর মুসলিম জামা মুখ করে দাঁড়ান মক্কার দিকে।
[৫] এই দুই প্যারামেডিক রুটিন করে সপ্তাহে দু ইবা তিনদিন একসঙ্গে কাজ করেন। একত্রে প্রার্থনা তাদের জন্য নতুন নয়। তবে অনেকের কাছেই এটি করোনাভাইরাস অতি মহামারীর একটি ইতিবাচক ফল।
[৬] তাদের এক সহকর্মী এই ছবি তুললে দ্রুতই ভাইরাল হয়ে যায়। শুরু হয় আলোচনা।
[৭] আবু জাামা তার ড্রাইভিং ইন্সট্রাকটরের কাজ ছেড়ে এই স্বেচ্ছাশ্রম শুরু করেছেন। তিনি বলেন, আমি কখনও কোনও ধর্মের লোক দেখতে পাই। আমি শুধু মানুষ দেখি। মানুষের প্রাণ বাঁচানো সম্মানের। আমি সেই সম্মান অর্জন করছি।’