শিরোনাম
◈ জাতিসংঘসহ ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ◈ পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনেই শীর্ষ পদে শিবির প্রার্থীদের জয়ের কারণ কী? ◈ এনআইডি সংশোধন চালু নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ গাজীপুরে ঝুটের আগুন ছড়িয়েছে ১০ গুদামে, ৩ ঘণ্টাতেও আসেনি নিয়ন্ত্রণে (ভিডিও) ◈ আমরা খেলব, কিন্তু ভারতের বাইরে খেলব: পররাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিকিৎসা খরচ কমাতে বড় পদক্ষেপ সরকারের ◈ যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল: চেম্বার আদালতের রায় ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক কি পুনর্গঠন হবে? : ফরেন পলিসির বিশেষ প্রতিবেদন ◈ ধর্মঘট প্রত্যাহার, এলপি গ্যাস বিক্রি শুরু

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ১০:৫৪ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়ার চিকিৎসায় ৬ সদস্যের চিকিৎসক প্যানেল, তদারকি করবেন পুত্রবধূ জোবাইদা রহমান

শাহানুজ্জামান টিটু : [২] ১৪দিনের হোম কোরেন্টাইনে তিনি । তার ব্যক্তিগত চিকিৎসকরা হলেন প্রফেসর ডা. এফএফ রহমান, প্রফেসর ডা. রজিবুল ইসলাম, প্রফেসর ডা. আবদুল কদ্দুস, প্রফেসর ডা. হাবিবুর রহমান, প্রফেসর ডা. সিরাজ উদ্দিন ও প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন।

[৩] হোম কারেন্টাইনে থাকায় গুলশানে নিজ বাসায় সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স তার দেখভাল করছেন। বিএসএমএমইউতে যে চিকিৎসা দেয়া হচ্ছিল সেগুলোই কিছুটা মডিফাই করে ঠিক করা হয়েছে। তার সঙ্গে সাক্ষাৎতের বিষয়টি নিয়ন্ত্রণ করা হয়েছে।

[৪] পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের সাথে কাছে পেয়ে তিনি মানসিকভাবে প্রশান্তি পেয়েছেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন।

[৫] তিনি বলেন, শারীরিকভাবে তিনি সত্যিই খুব খারাপ অবস্থায় আছেন। তার বমি হয়। কিছু খেতে পারেন না। চিকিৎসকরা ক্যালোরি হিসেবে করে কোন বেলায় কি খাবেন তা নিধার্রণ করে দিয়েছেন। তার চিকিৎসার জন্য বাসায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। রোগীর জরুরি প্রয়োজনে তাকে যেকোনো জায়গায় চিকিৎসার জন্য নেয়া হবে।

[৬] ডা. জাহিদ বলেন, উনার শ্বাসকষ্ট রয়েছে, কথা বলতে কষ্ট, অন্যের সহযোগিতা ছাড়া উঠে দাঁড়া ও হাঁটতে পারছেন না। বেশিক্ষণ বসে থাকতে পারেন না। খাওয়া দাওয়াও করতে পারছেন না। তার মুভ করানোর মতো অবস্থা নাই।

[৭] জোবাইদা রহমানের তত্বাবধানের বিষয়ে ডা. জাহিদ বলেন, অবশ্যই তিনি থাকবেন। যদি প্রয়োজন হয় তার সঙ্গে আমরা পরার্মশ করবো বা তার পরার্মশ থাকলে আলাপ-আলোচনার মাধ্যামে ম্যাডামের চিকিৎসা এগিয়ে নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়