শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৩:২৩ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাবি শিক্ষার্থী ও ছাত্রলীগের উদ্যোগে মাদারীপুরের বিভিন্ন স্থানে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ

ওবায়দুর রহমান সোহান, ঢাবি প্রতিনিধি : [২] ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের জেংজু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সহযোগিতায় এবং মাদারীপুর জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উদ্যোগে মাদারীপুর পৌর ২নং ওয়ার্ড ও মস্তফাপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে করোনা ভাইরাস আক্রমন প্রতিরোধে সর্বসাধারণের মধ্যে সতর্কতামূলক লিফলেট, মাস্ক, জীবানু নাশক সাবান বিতরণ করা হয়েছে।

[৩] বুধবার ২৫ মার্চ দিনব্যাপী তারা এই সমাজ সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করেন।

[৪] দিনব্যাপী এই সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী এবং সদর উপজেলা ছাত্রলীগের সাবেক উপ-পাঠাগার সম্পাদক মাহাতাব উদ্দিন চৌধুরী, চীনের জেংজু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর রহমান প্রিন্স, পৌর ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম সাদ্দাম, সহ-সভাপতি ইয়াছিন মজুমদার, আলি আসরাফ নিলয়, যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম নোমান, সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সাখাওয়াত হোসেন সজিব। এছাড়াও, স না বি শাখা ছাত্রলীগের সহ সভাপতি আমানত হোসেন আকাশ, যুগ্ন সাধারণ সম্পাদক শিতল কাজী এবং ছাত্রলীগ কর্মী ফয়সাল রহমান সহ আরো অনেকে অংশগ্রহণ করেন।

[৫] এছাড়াও, উক্ত সমাজসেবামূলক কর্মসূচীতে মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. মকবুল হোসেন হাওলাদার ও মাদারীপুর সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের প্রচার সম্পাদক সাইফুদ্দিন আহমেদ নয়ন এবং কৃষকলীগের পৌর আহ্বায়ক কমিটির সদস্য সোহানুর রহমান মারুফ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

[৬] এসময়ে জনসাধারণের মধ্যে করোনা ভাইরাস আক্রমন প্রতিরোধে সচেতনতা মূলক পরামর্শ প্রদান করেন মেডিকেল শিক্ষার্থী মশিউর রহমান প্রিন্স।

[৭] এই সমাজসেবামূলক কর্মসূচীতে মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মকবুল হোসেন হাওলাদার বলেন, গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার আহ্বানে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে নিজ উদ্যোগে মাদারীপুর সদর ও মস্তফাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে সচেতনতা বৃদ্ধির জন্য এইসব বিতরণের উদ্যোগ গ্রহণ করি। করোনা ভাইরাস মোকাবেলায় সকলের সতর্কতা ও সচেতনতাই পারে এই ভাইরাসের সংক্রমণ থেকে দূরে রাখতে। সুতরাং আমাদের সকলের উচিত নিজ নিজ বাসা বাড়িতে অবস্থান করে নিজের ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করা।

[৮] ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মী মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, COVID-19 মোকাবেলায় ব্যাক্তি পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সামাজিক দূরত্ব অবলম্বন করা উচিৎ। হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার এবং পোশাক জীবানু মুক্ত রাখা উচিত। মৌসুমী আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি, কাশি, জ্বরে আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন। প্রয়োজনে IEEDCR এর হট লাইন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গ যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়