শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে? ◈ কক্সবাজার বিমানবন্দরে কুকুরের ধাক্কায় অল্পের জন্য দুর্ঘটনা এড়াল ইউএস-বাংলার ফ্লাইট ◈ ভালোবাসার টানে বাংলাদেশে আসা চীনা নাগরিক বিয়ে না করে যে কারণে দেশে ফিরছেন ◈ দুই বি‌লিয়ন ডলা‌রে বিক্রি হবে আই‌পিএ‌লে বর্তমান চ‌্যা‌ম্পিয়ন  আরসিবি ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলা: নিহত ১, আহত ৯ ◈ পিএসজিতে দুই মওসুম কাটা‌লেও মোটেও উপভোগ করেননি মেসি ◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৬:৫৬ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় থানকুনি পাতা খাওয়ার গুজবে কান না দেয়ার পরামর্শ চিকিৎসদের

শিমুল মাহমুদ : [২] পীর সাহেব স্বপ্নে দেখেছেন ৩টা করে থানকুনিপাতা খেলে করোনা সারবে।এমন গুজব ভেসে বেড়াচ্ছে দেশের সর্বত্র। ফোন করে দূরে থাকা স্বজনদেরও থানকুনিপাতা খাওয়ার পরামর্শ দিচ্ছেন কেউ কেউ। এ বিষয়ে বেশ কয়েকজন মাওলানার সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তারা জানিয়েছেন, এ পাতা খেলে রোগমুক্তি হবে, ইসলামে এমন তথ্যেরও কোনো ভিত্তি নেই।

[৩] ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ফরহাদ হোসেন বলেন, থানকুনি পাতা খেলে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে-চিকিৎসা বিজ্ঞানে এমন তথ্যের কোনো ভিত্তি নেই। চীন হারবাল চিকিৎসায় অনেক সমৃদ্ধ। তাই এভাবে যদি করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যেত তাহলে চীন অনেক আগে থেকেই এটার ব্যবহার শুরু করত।

[৪] প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আব্দুল্লাহ বলেন, এ ভাইরাস মোকাবিলায় চিকিৎসকের পরামর্শ নেয়ার বিকল্প নেই। যদিও অনেকে আমার কাছে জানতে চেয়েছেন, করোনায় প্রতিকার হিসেবে পানি পরা, থানকুনি পাতা এবং রসুনের সুপ খাওয়া যাবে কিনা। আমি তাদের বলেছি, খাওয়া যাবে তবে ডাক্তারি স্বাস্থ্য সম্মত যে বিধিনিষেধ আছে। সাবান দিয়ে হাত ধোয়া, প্রয়োজন ছাড়া বাহিরে না যাওয়া, যেখানে সেখানে থু থু না ফেলা, সেগুলো মেনে পাতা খাইয়েন তাহলে কোনো অসুবিধা হবে না। কিন্তু অনুরোধ পাতার ওপর নির্ভর করে আমার কথা বাদ দিবেন না। সুত্র: ডয়চে ভেলে

[৫] ড্যাবের সাবেক সভাপতি ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের মানুষ বিভিন্ন প্রচলিত চিকিৎসায় বিশ্বাসী। আমরা বলবো এগুলোতে কান না দিয়ে কোনো উপসর্গ থাকলে হট লাইনে ফোন করে জানান। পরিস্কার পরিচ্ছন থাকুন। আতঙ্কিত না হয়ে সাহসীকতার সঙ্গে সামাজিক আন্দোলন গড়ে তুলুন, এতে নিজেরাও বাচঁবো মানুষকেও রক্ষা করতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়