শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ১১:৪৯ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২০, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পোশাক খাতে বায়ারদের ভিন্ন মতামতের কারণেই সচল রাখা হচ্ছে কারাখানাগুলো, দ্রুত বন্ধ করার পরিকল্পনা রয়েছে জানিয়েছে বিজিএমইএ

শরীফ শাওন : [২] বিজিএমইএ’র মূখপাত্র জানান, সংশ্লিষ্ট খাতের দেশি ও বিদেশি অনেক বায়ার চলমান করোনা সংকটে কারখানাগুলো বন্ধের পক্ষে। তবে তাদের একাংশ বলছেন, চলতি উৎপাদন শেষে বন্ধ করা হোক। কারখানা বন্ধে কাজ থাকা অনেক বায়ার ক্ষতির মুখে পড়বেন উল্লেখ করে, বিপক্ষে অবস্থান করছেন।

[৩] তিনি আরও জানান, বায়ারদের তিন ধরনের মতামতের সমন্বয়হীনতার কারণে সিদ্ধান্ত নিতে সময় লাগছে। হঠাৎ করে এই বিষয়ে কোন সিদ্ধান্ত নিলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারেন বায়ার ও ব্যবসায়ীরা।

[৪] কারখানা মালিকরাও বন্ধের বিষয়ে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছেন। তাদের একাংশ বলছেন, কাজ থাকা সত্ত্বে ও কারাখানা বন্ধ করলে শ্রমিকদের বেতন কিভাবে দেব।

[৫] এ বিষয়ে বলেন, আর্থিক ক্ষয়ক্ষতির পূর্বে জনস্বার্থ নিশ্চিত করতে হবে। তাই পোশাক কারখানা বন্ধে ইতোমধ্যে আমরা সরকারের সহযোগিতা চেয়ে একটি আবেদন দিয়েছি। আবেদনে শ্রমিকদের মুল বেতনের ৫০ শতাংশ দিয়ে ছুটি দেয়ার কথা জানানো হয়। এছাড়াও শ্রম মন্ত্রণালয়ের অধীনে পোশাক কারখানাগুলোর শ্রমিকদের ডাটাবেজ তৈরির বিষয়টি উল্লেখ করা হয়।

[৬] তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠনের (বিজিএমইএ) পক্ষ থেকে জানানো হয়, কারখানা বন্ধ হলে ৫ কোটি মানুষের জীবিকা নিয়ে সমস্যা তৈরি হবে। ছুটি দেয়ার ২ সপ্তাহ পর টাকা শেষ হলে তারা পরিবার নিয়ে কিভাবে চলবেন।

[৭] শ্রমিক সংগঠণগুলোর দাবি, করোনা ভাইরাস আক্রান্তে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন পোশাক শ্রমিকরা। সম্প্রতি সরকার থেকে জনসমাগম বন্ধের বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। কারখানাগুলোতে হাজার হাজার শ্রমিকের জনসাগম, নেই করোনা প্রতিরোধের পরিবেশ। তাই মহামারি প্রতিরোধে কর্মীদের সবেতনে ১৫ দিনের ছুটি দেয়ার দাবি জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়