শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ১২:৪৮ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২০, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে মোট ৪৪৩ জন কোয়ারেন্টাইনে

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি: [২] শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন ৪৭ জনকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এ নিয়ে কিশোরগঞ্জ জেলায় মোট কোয়ারেন্টাইনের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৩ জনে। তাদের মধ্যে মোট ১৩৮ জন কোয়ারেন্টাইন সমাপ্ত করেছেন।

[৩] বর্তমানে জেলায় মোট ৩০৫ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের মধ্যে ২৭ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং বাকি ২৭৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের সবাই বিদেশ ফেরত।

[৪] কিশোরগঞ্জের সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানিয়েছে, কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার মধ্যে বর্তমানে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৩০ জন, হোসেনপুরে ১৭ জন, করিমগঞ্জে ১৭ জন, তাড়াইলে ৮ জন, পাকুন্দিয়ায় ২৭ জন, কটিয়াদীতে ৫৯ জন, কুলিয়ারচরে ২২ জন, ভৈরবে ৮৩ জন, নিকলীতে ১ জন, বাজিতপুরে ১০ জন, ইটনায় ৭ জন, মিঠামইনে ১১ জন ও অষ্টগ্রামে ১৩ জন কোয়ারেন্টাইনে রয়েছেন।

[৫] এর মধ্যে অষ্টগ্রাম উপজেলার ১৩ জনই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং ভৈরব উপজেলার ১৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন।

[৬] কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জে কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের মধ্যে মোট ১৩৮ জন তাদের কোয়ারেন্টাইন সমাপ্ত করেছেন। এই সময়ে তাদের মধ্যে করোনা ভাইরাসের কোনো লক্ষণ দেখা যায়নি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়