শিরোনাম
◈ পা‌কিস্তান বংশোদ্ভূত ৪২ ক্রিকেটারের ভারতে আসা নিয়ে প্রশ্ন! ভিসা সমস্যা সমাধা‌নে মা‌ঠে নে‌মেছে আই‌সি‌সি ◈ জামায়াত জোটে ভাঙন, কার ক্ষতি হলো ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের ব্যানার ছিড়ে ফেললেন রাকসু জিএস ◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০১:৫৩ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা-১০, বাগেরহাট ও গাইবান্ধার শূন্য আসনে উপনির্বাচনে ভোট শনিবার

আব্দুল্লাহ মামুন: [২] প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব মো: আলমগীর বলেন , ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ সংসদীয় আসনে শনিবার এই উপ নির্বাচনের ভোটগ্রহণ হবে।

[৩] এছাড়া তিনি বলেন দেশে করোনা ভাইরাস এখনো মহামারী আকারে ছড়ায়নি তবে ঢাকা- ১০ আসনসহ উপ নির্বাচনে প্রত্যেক ভোট কেন্দ্রে হ্যাণ্ড সেনিটাইজারসহ করোনা থেকে সুরক্ষায় অন্যান্য ব্যবস্থা থাকবে ।

[৪] নির্বাচনের মধ্যে ঢাকায় ও চট্টগ্রামে ইভিএমে ভোট হওয়ার কথা। ইভিএমে ভোটারের আঙুলের ছাপ মেলাতে হয় বলে অনেকেই ভাইরাস সংক্রমণের আশঙ্কার কথা এবং নির্বাচন পেছানোর দাবি ছিল অনেকের ।

[৫] সিইসি কে এম নূরুল হুদা এ বিষয়ে প্রশ্নের জবাবে বলেন, “যদি পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন অবশ্যই আমরা বিবেচনা করব। কিন্তু এখন পর্যন্ত আমরা চাচ্ছি, নির্বাচনটা হয়ে যাক।”

[৬] ভোটের প্রচারে সতর্কতার কথা তুলে ধরে তিনি বলেন, “নির্বাচনের প্রস্তুতি শেষের দিকে। প্রার্থীরা বলেছেন, তারা সাবধানে নির্বাচনী প্রচারণা করছেন। কিন্তু নির্বাচন যেন বন্ধ না হয়ে যায় তাদের অনুরোধ আছে। এখন যদি নির্বাচন বন্ধ করা হয় তাহলে প্রার্থীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।

[৮] নাম প্রকাশে অনিচ্ছুক একটি থানার নির্বাচনি অফিসার বলেন, ‘সরকারি চাকরি করি। ফলে ইচ্ছা না থাকলেও নির্বাচনি ডিউটি করতে হবে। ভোটকক্ষে তো অনেক লোক আসবে, এটা কীভাবে নিশ্চিত করবো যে, কে সুস্থ আর কে অসুস্থ? শুধু ভোটাররা নয়, আমরা নিজেরাও ভয়ের মধ্যে আছি। একমাত্র ভরসা আল্লাহ।’ সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়