শিরোনাম
◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে? ◈ মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত ◈ সিন্ডিকেটের ঝুঁকি—মালয়েশিয়ার শর্ত শিথিলের অনুরোধ বাংলাদেশ সরকারের ◈ অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে কিনা, স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব ◈ মারিয়ানা ট্রেঞ্চে চীনের ভয়ঙ্কর আবিষ্কার, সমুদ্রের ১১ কিমি নিচে যা দেখল চীন, তা কল্পনারও বাইরে! (ভিডিও) ◈ আয়ারল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বড় সংগ্রহের পথে বাংলাদেশ ◈ ভোটে প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি ◈ শ্রম আইন সংশোধন বিষয়ে যে বার্তা দিলো ইইউ ◈ সড়ক দুর্ঘটনায় এক মাসে প্রাণ হারাল ৪৪১ জন

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৫:৫৮ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ মোকাবেলায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ভাইরাস বিশেষজ্ঞ আনছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক : [২] বিশ্বজুড়ে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ায় ক্রীড়াঙ্গন হয়ে পড়েছে স্থবির। ফুটবল, ক্রিকেট, টেনিস, বাস্কেটবলসহ প্রায় সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিত করা হয়েছে বিশ্বজুড়ে। গতকাল বাংলাদেশেও স্থগিত করা হয়েছে সবধরনের ক্রিকেট। ভাইরাস মোকাবেলায় ইতোমধ্যে একাধিক উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন ভাইরাস মোকাবেলায় বিশেষজ্ঞ আনবে বিসিবি।

[৩] তিনি বলেন, ‘আমরা মেডিকেল বিভাগের পক্ষ থেকে একজন ভাইরাস বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি। তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভাইরোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসার চন্দন কুমার। আগামীকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি অফিসে আসবে চন্দন। এরপর একাডেমির কনফারেন্স রুমে এখানে যারা কর্মরত আছেন তাদের করোনা প্রতিরোধে নিদের্শনা দেবেন। এছাড়াও এই ভাইরাস কীভাবে ছড়ায়, বাঁচার উপায় নিয়ে কথা বলবেন।’ সাথে যোগ করেন তিনি।

[৪] প্রফেসর চন্দনের ক্লাসে ডাকা হবে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের। একই সাথে আমন্ত্রণ জানানো হবে ক্রিকেটারদেরকেও। এছাড়াও করোনাভাইরাস ইস্যুতে গ্রাউন্ডসম্যানদের পাশাপাশি সাংবাদিকদেরও দিকনির্দেশনা দেওয়া হবে বলে জানান দেবাশিষ।

[৫] দেবাশিষ বলেন, ‘আমরা ক্রিকেটারদের আমন্ত্রণ জানাবো। সাথে গ্রাউন্ডসে যারা কাজ করে তাদের জন্য আলাদা করে ব্যবস্থা রাখবো একটি সেশনের। কারণ তাদের অনেকেই শিক্ষিত নয়, বুঝেও কম। তাই ওরাই বেশি ঝুঁকির মধ্যে যে কারণে ওদের জন্য একটি আলাদা সেশন থাকবে। উপস্থিত থাকতে পারে যারা ক্রিকেট সাংবাদিক তারাও। এই বিষয়টি সবার জন্যই গুরুত্বপূর্ণ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়