শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৫:৫৮ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ মোকাবেলায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ভাইরাস বিশেষজ্ঞ আনছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক : [২] বিশ্বজুড়ে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ায় ক্রীড়াঙ্গন হয়ে পড়েছে স্থবির। ফুটবল, ক্রিকেট, টেনিস, বাস্কেটবলসহ প্রায় সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিত করা হয়েছে বিশ্বজুড়ে। গতকাল বাংলাদেশেও স্থগিত করা হয়েছে সবধরনের ক্রিকেট। ভাইরাস মোকাবেলায় ইতোমধ্যে একাধিক উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন ভাইরাস মোকাবেলায় বিশেষজ্ঞ আনবে বিসিবি।

[৩] তিনি বলেন, ‘আমরা মেডিকেল বিভাগের পক্ষ থেকে একজন ভাইরাস বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি। তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভাইরোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসার চন্দন কুমার। আগামীকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি অফিসে আসবে চন্দন। এরপর একাডেমির কনফারেন্স রুমে এখানে যারা কর্মরত আছেন তাদের করোনা প্রতিরোধে নিদের্শনা দেবেন। এছাড়াও এই ভাইরাস কীভাবে ছড়ায়, বাঁচার উপায় নিয়ে কথা বলবেন।’ সাথে যোগ করেন তিনি।

[৪] প্রফেসর চন্দনের ক্লাসে ডাকা হবে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের। একই সাথে আমন্ত্রণ জানানো হবে ক্রিকেটারদেরকেও। এছাড়াও করোনাভাইরাস ইস্যুতে গ্রাউন্ডসম্যানদের পাশাপাশি সাংবাদিকদেরও দিকনির্দেশনা দেওয়া হবে বলে জানান দেবাশিষ।

[৫] দেবাশিষ বলেন, ‘আমরা ক্রিকেটারদের আমন্ত্রণ জানাবো। সাথে গ্রাউন্ডসে যারা কাজ করে তাদের জন্য আলাদা করে ব্যবস্থা রাখবো একটি সেশনের। কারণ তাদের অনেকেই শিক্ষিত নয়, বুঝেও কম। তাই ওরাই বেশি ঝুঁকির মধ্যে যে কারণে ওদের জন্য একটি আলাদা সেশন থাকবে। উপস্থিত থাকতে পারে যারা ক্রিকেট সাংবাদিক তারাও। এই বিষয়টি সবার জন্যই গুরুত্বপূর্ণ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়