শিরোনাম
◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ১১:২০ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অধিনায়কত্ব দিয়ে নেতিবাচক ব্যাটিংয়ের ধারণা পাল্টে দিতে চান তামিম

নিজস্ব প্রতিবেদক : [২] বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের নেতৃত্ব পেয়ে এখনও অবশ্য একটি ম্যাচও খেলা হয়নি তামিম ইকবালের। তবে অধিনায়কত্বে ফিরে মানুষ ও নিজের নেতিবাচক ধারনাগুলো পাল্টে দিতে চান দেশসেরা এ ওপেনার। অধিনায়কত্বে ফিরলে যে ব্যাটিং খারাপ হয়ে যায়, তা এবার উল্টোটা করে দেখাবেন তামিম।

[৩] সম্প্রতি বাংলা একটি দৈনিককে দেয়া সাক্ষাতকারে তামিম বলেন, ‘আমরা যে কোনো কিছুর শুরুতে নেতিবাচক দিকটাই আগে ভাবি। আপনি চাইলে প্রশ্ন করতে পারতেন, অনেক ব্যাটসম্যানের তো অধিনায়কত্ব নেয়ার পর ব্যাটিং রেকর্ড ভালো হয়েছিল। আমারও ওরকম হবে কিনা... ঠিক না? আমাদের মানসিকতাই এ রকম। সব সময় নেতিবাচক দিকটাই আগে চিন্তা করি। আপনার মতো চিন্তা আমারও। আমরা তো একই সমাজের মানুষ। আগে খারাপটা নিয়ে বেশি চিন্তা করি। আশা করি আমার ক্ষেত্রে উল্টোটা হোক। গত বিশ্বকাপে খারাপ খেলেছিলাম। তখন অধিনায়ক ছিলাম না। আর আমি আগেই বলেছি, দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারলে আমি নিজেই সরে আসবো।’

[৪] ২০২৩ বিশ্বকাপের জন্যই তামিম ইকবালকে নিয়োগ দিয়েছে বোর্ড। তবে অধিনায়কত্ব পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে প্রথম আলাপে জানিয়েছিলেন, তাকে সময় দেয়ার জন্য। না পারলে নিজেই সরে যাবেন এটাও পরিষ্কার করে বলেছিলেন তিনি।

[৫] তামিম বলেছিলেন, ‘সত্যি কথা বলতে আমি খুব অভিজ্ঞ অধিনায়ক না। আমি অনেক জায়গায় অধিনায়কত্ব করেছি। আমার প্রতি বিশ্বাস রাখতে হবে আমাকে কিছুটা সময় দিতে হবে। কারণ একটা কথা আসে সাধারণত কেউ অধিনায়কত্ব নিলে ব্যাটিং পারফরম্যান্স খারাপ হয়ে যায়। আমি নিজেও জানি না ছয় মাস পর এক বছর পর কিভাবে আমার পারফরম্যান্স করবো। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাকে কিছুটা সময় নিতে হবে।'

[৬] ‘আপনাদেরও একটু ধৈর্য ধরতে হবে। আমাদের যে দর্শকরা আছে তাদের ধৈর্য ধরতে হবে। দলের জন্য যা যা করা দরকার আমি সেটার চেষ্টা করবো। আমি এটাই চেষ্টা করব যত তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যায়। যদি ছয় মাসে, এক বছরে বা দেড় বছরে কোনো কিছু ঠিক না হয় বা দলের প্রতি আমি সঠিক কিছু করতে পারছি না, তাহলে আমিই হবো প্রথম ব্যক্তি যে হাত তুলে বলব আমি দুঃখিত।’ আরও বলেছিলেন এই ওপেনার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়