শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ১১:৩৫ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুইদিন আগে ঢাকা-১০ আসনের উপনির্বাচন স্থগিত করা বুদ্ধিমানের কাজ হবে না, বললেন আব্দুর রহমান

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আরও বলেন, নির্বাচনে একটি প্রস্তুতির ব্যাপার আছে। তা ছাড়া যে কোনো নির্বাচনে অর্থ-কড়িরও একটা ব্যাপার থাকে। সব প্রস্তুতি শেষ করে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন। করোনাভাইরাসের কারণে আমরা ভোটের জনসভা স্থগিত করেছি।

[৩] ঢাকা-১০ আসনের উপনির্বাচনের আওয়ামী লীগের প্রধান সমন্নয়ক বলেন, করোনার কারণে দেশের সব স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। তারপরেও নির্বাচন কমিশনকে সব ক্ষমতা দেয়া হয়েছে। তারা স্বাধীন একটি প্রতিষ্ঠান। তারা তাদের বিষয় বিবেচনা করবে। ইসি স্বাধীন তারা যে কোনো পদক্ষেপ নিতে পারে। কিন্তু করোনাভাইরাসের কারণে যে সব সতর্কতামূলক বিষয় ছিল সেগুলো মেনেই প্রচারণা করা হয়েছে।

[৪] তিনি বলেন, সম্প্রতি ঢাকা উত্তর-দক্ষিণ সিটির মেয়র নির্বাচন হয়েছে। সেখান থেকে শিক্ষা নেয়া উচিত, ভোটার উপস্থিত কেনো কম, এ বিষয়ে বিশ্লেষণ করা হয়েছে। এ জন্য এই নির্বাচনে যানবাহন চলাচল বন্ধ করা হবে না। এছাড়া আরও কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে মানুষ ঠিক মতো ভোট দিতে আসতে পারে।

[৫] বুধবার ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর শফিকুল ইসলাম মহিউদ্দিনের ইশতেহার ঘোষণা শেষে তিনি এ কথা বলেন।

[৬] এসময় উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনের উপনির্বাচনের আওয়ামী মনোনীত প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়