শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ১১:৩৫ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুইদিন আগে ঢাকা-১০ আসনের উপনির্বাচন স্থগিত করা বুদ্ধিমানের কাজ হবে না, বললেন আব্দুর রহমান

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আরও বলেন, নির্বাচনে একটি প্রস্তুতির ব্যাপার আছে। তা ছাড়া যে কোনো নির্বাচনে অর্থ-কড়িরও একটা ব্যাপার থাকে। সব প্রস্তুতি শেষ করে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন। করোনাভাইরাসের কারণে আমরা ভোটের জনসভা স্থগিত করেছি।

[৩] ঢাকা-১০ আসনের উপনির্বাচনের আওয়ামী লীগের প্রধান সমন্নয়ক বলেন, করোনার কারণে দেশের সব স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। তারপরেও নির্বাচন কমিশনকে সব ক্ষমতা দেয়া হয়েছে। তারা স্বাধীন একটি প্রতিষ্ঠান। তারা তাদের বিষয় বিবেচনা করবে। ইসি স্বাধীন তারা যে কোনো পদক্ষেপ নিতে পারে। কিন্তু করোনাভাইরাসের কারণে যে সব সতর্কতামূলক বিষয় ছিল সেগুলো মেনেই প্রচারণা করা হয়েছে।

[৪] তিনি বলেন, সম্প্রতি ঢাকা উত্তর-দক্ষিণ সিটির মেয়র নির্বাচন হয়েছে। সেখান থেকে শিক্ষা নেয়া উচিত, ভোটার উপস্থিত কেনো কম, এ বিষয়ে বিশ্লেষণ করা হয়েছে। এ জন্য এই নির্বাচনে যানবাহন চলাচল বন্ধ করা হবে না। এছাড়া আরও কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে মানুষ ঠিক মতো ভোট দিতে আসতে পারে।

[৫] বুধবার ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর শফিকুল ইসলাম মহিউদ্দিনের ইশতেহার ঘোষণা শেষে তিনি এ কথা বলেন।

[৬] এসময় উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনের উপনির্বাচনের আওয়ামী মনোনীত প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়