মাজহারুল ইসলাম : [২] ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম লাবলু ও সদস্য আল-আমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবি করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
[৩] এ উপলক্ষে সোমবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
[৪] ক্রাবের সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে আয়োজিত ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ডিআরইউ ও ডিইউজের নেতৃবৃন্দে বক্তব্য রাখেন।
[৫] সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বহিষ্কৃত মহিলা যুবলীগ নেত্রী পাপিয়ার অপকর্ম নিয়ে দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে কারও নাম না উল্লেখ করলেও এমপি আসাদুজ্জামান শিখর বাদী হয়ে ডিজিজাল নিরাপত্তা আইনে প্রধান সম্পাদকের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মালায় অভিযুক্ত আসামি আলোকচিত্রী শফিকুল ইসলাম কাজল মামলার দায়ের পর থেকে নিখোঁজ রয়েছেন।
[৬] একইভাবে এ আইনে ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে চকবাজার থানায় মামলা করেছেন এক ব্যক্তি। কুড়িগ্রামে আরেক সাংবাদিককে রাতের আঁধারে বাড়ি থেকে তুলে নিয়ে মোবাইল কোর্ট বসিয়ে মিথ্যা অভিযোগে সাজা দেয়া এবং শারীরিক নির্যাতন করা হয়েছে।
[৭] সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সাংবাদিকবান্ধব। অবিলম্বে ক্র্যাবের দু’সদস্যসহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।